T20 World Cup 2021: বিরাটের জন্য বিশ্বকাপ জেতো: রায়না

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 18, 2021 | 9:41 AM

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ক্রিকেটাররা যেটা করতে পারেননি, সেটাই করে দেখাক ভারতীয় দলের ক্রিকেটাররা। চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের চিন্না থালার বার্তা, বিরাটের জন্য বিশ্বকাপ জেতো।

T20 World Cup 2021: বিরাটের জন্য বিশ্বকাপ জেতো: রায়না
T20 World Cup 2021: বিরাটের জন্য বিশ্বকাপ জেতো: রায়না

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন তিনি। আগেই জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলেও (IPL) দেখা যাবে না অধিনায়ক বিরাটকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ক্রিকেটাররা যেটা করতে পারেননি, সেটাই করে দেখাক ভারতীয় দলের ক্রিকেটাররা। চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের চিন্না থালার বার্তা, বিরাটের জন্য বিশ্বকাপ জেতো।

আইসিসির (ICC) কলামে রায়না লিখেছেন, ”ভারতীয় দলের জন্য বার্তা খুব স্পষ্ট। বিরাটের জন্য বিশ্বকাপ জিততে হবে। অধিনায়ক হিসেবে এটাই ওর শেষ টুর্নামেন্ট। তাই ওর কাছে এ বারের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। সবাইকে ওর পাশে থাকতে হবে।”

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন সুরেশ রায়না। সে বার ভারতীয় ক্রিকেটাররা বলেছিলেন সচিনের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চান তাঁরা। স্বপ্ন সত্যি হয়েছিল। এ বারও কি তেমনটাই হবে? রায়না আশাবাদী। কারণ ভারতের বর্তমান দলের গভীরতা। পাশাপাশি আরবের মাটিতে খেলার অভিজ্ঞতা।

“টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা আইপিএলের মত টুর্নামেন্টে খেলেছে। সবাই আরবের ২২ গজে খেলার টেকনিক রপ্ত করে ফেলেছে। তাই অন্য দেশের থেকে এগিয়ে থাকবে ভারত। আর এখানে যে ধরণের উইকেটে খেলা হয় তা ভারত বা পাকিস্তানের মতই। তাই শুধু ভারতই নয়, উপমহাদাশের দলগুলি অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামতে পারবে।”

কোহলির মুখে ওপেনার হিসেবে ঈষান কিষাণের কথা শোনা গেলেও রায়না ওপেনার হিসেবে রোহিতের পাশে দেখছেন কেএল রাহুলকেই। তিন নম্বরে বিরাট। রায়নার মতে এই তিন ব্যাটসম্যান ১৫ ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারলে বড় রানের ভীত তৈরি হবে। রান তাড়া করতে নামলে যদি ১৫ ওভার পর্যন্ত এই তিনজনের কোনও একজন ক্রিজে থাকলেও যে কোনও রান তাড়া করা ভারতের পক্ষে সম্ভব। মত বাঁ-হাতি ব্যাটসম্যানের।

ভারতীয় বোলিং অ্যাটাকের মূল ভরসা হিসেবে রায়নার বাজি মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আরবের ২২ গজে ওর স্পিন প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে। “বরুণ জাতীয় দলের হয়ে তিনটি টি-২০ ম্যাচ খেলেছে, তাতে ওর অভিজ্ঞতা কম এমনটা আমার মনে হয় না। পাশাপাশি ওকে বাদ দিলে বাকি বোলিংটা অভিজ্ঞতায় ভরা। সেদিক থেকেও সমস্যা হওয়ার কথা নয়। অনেকদিন হল টি-২০ বিশ্বকাপ জিতেছি আমরা। গত দুটো বছর খুব খারাপ কেটে আমাদের। আশা করছি ভালো কিছু অপেক্ষা করছে আমাদের মতো।”

আরও পড়ুন:T20 World Cup 2021: আজ বিশ্বকাপের প্রস্ততি ম্যাচ বিরাটদের

আরও পড়ুন: T20 World Cup 2021: অতীত প্রভাব ফেলবে না টি-২০ বিশ্বকাপে: স্টার্ক

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতীয় দলে মেন্টর ধোনির কাজ শুরু, বিশ্বকাপের প্রস্তুতিতে নামলেন বিরাট অ্যান্ড কোং

Next Article