T20 World Cup 2021: আজ বিশ্বকাপের প্রস্ততি ম্যাচ বিরাটদের
বিরাটের দলে অস্ত্রের অভাব নেই। প্রয়োজন শুধু পরিস্থিতি অনুযায়ী সেরা কম্বিনেশন তৈরি করা। আজ ও বুধবারের দুটি প্রস্ততি ম্যাচে সেই কাজটাই করে ফেলতে চাইবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী।
দুবাই: আইপিএল শেষ। এ বার পালা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। আজ থেকেই বিশ্বকাপের মুডে ঢুকে পড়ছে টিম ইন্ডিয়া (India)। প্রস্ততি ম্যাচে বিরাটদের (Virat Kohli) সামনে ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England)। আইপিএল খেলে সব ক্রিকেটারই টাচে আছেন। দুটি প্রস্ততি ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রী কয়েকটি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। প্রথমত ওপেনার কারা? রোহিত শর্মা (Rohit Sharma) একটা দিকে নিশ্চিত। ক্রিকেট মহলের মতে রোহিত সঙ্গী কেএল রাহুল। কিন্তু বিরাট-রবি ঈষান কিষাণকে দিয়ে অন্য পরিকল্পনাও করতে পারেন। সেক্ষেত্রে কেএল রাহুল আসবেন মিডল অর্ডারে। এতে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে গভীরতা বাড়বে। সঙ্গে একজন ইন ফর্ম ব্যাটসম্যানকে মাঝের ওভার গুলোতে পাওয়া যেতে পারে। পাশাপাশি ওপেনিংয়ে ডানহাতি-বাঁ হাতি ওপেনিং জুটি পাওয়া যাবে।
বিরাট-রবির দ্বিতীয় ভাবনা সূর্যকুমার ও হার্দিকের ফর্ম। সূর্যকুমার আইপিএলের শেষ পর্বে এসে ছন্দে ফিরেছেন। জাতীয় দলের জার্সিতে তিনি কতটা ফর্মে আছেন সেটা দেখা যাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে। সূর্যকুমারের ফর্মের ওপর নির্ভর করতে পারে কেএল রাহুল মিডল অর্ডারে নেমে আসবেন কি না। নজর থাকবে হার্দিক পাণ্ডিয়ার উপর। আইপিএলে চোটের জন্য কার্যত মাঠে নামতে পারেননি। শেষ দিকে মাঠে ফিরলেও চেনা পাণ্ডিয়াকে দেখা যায়নি। বোলার হার্দিকের কি খবর? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ওয়ার্ম আপ ম্যাচে।
দলে চারজন স্পিনার। বরুণ, জাদেজা, অশ্বিন ও রাহুল চাহার। সবার মতেই বরুণ ও জাদেজা প্রথম পছন্দ হাওয়া উচিত। তবে অশ্বিন ও রাহুল চাহারকেও তৈরি রাখতে হবে সব পরিস্থিতির জন্য। পেসারদের তালিকায় বুমরা-সামি আছেন। তাঁদের সঙ্গে কে? ভুবনেশ্বর কুমার না শার্দূল ঠাকুর?
বিরাটের দলে অস্ত্রের অভাব নেই। প্রয়োজন শুধু পরিস্থিতি অনুযায়ী সেরা কম্বিনেশন তৈরি করা। আজ ও বুধবারের দুটি প্রস্ততি ম্যাচে সেই কাজটাই করে ফেলতে চাইবেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রী।
আরও পড়ুন:Prithvi Shaw: আইপিএলের পর নিজেকে বিএমডব্লিউ উপহার পৃথ্বীর
আরও পড়ুন: Yuvraj Singh: বিতর্কিত মন্তব্যে গ্রেফতার যুবরাজ, ছাড়া পেলেন জামিনে