T20 WC GROUP B PREVIEW: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ বি-তে চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ
ICC Women's T20 Cup 2024: পাঁচ দলের মধ্যে মাত্র দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। নিঃসন্দেহে এই গ্রুপে হেভিওয়েট ইংল্যান্ড ক্রিকেট টিম। টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স নজরকাড়া। টিম কম্বিনেশনও। দেখে নেওয়া যাক, এই গ্রুপের পরিস্থিতি।
ওয়েস্ট ইন্ডিজ না গত কয়েক বছর দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ। রয়েছে ইংল্যান্ডও। দক্ষিণ আফ্রিকাকেও ভুললে চলবে না! মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি-র পরিস্থিতি খুবই জটিল। পাঁচ দলের মধ্যে মাত্র দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। নিঃসন্দেহে এই গ্রুপে হেভিওয়েট ইংল্যান্ড ক্রিকেট টিম। টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স নজরকাড়া। টিম কম্বিনেশনও। দেখে নেওয়া যাক, এই গ্রুপের পরিস্থিতি।
গত দু-তিন বছর অনবদ্য পারফর্ম করছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তাদের পারফরম্যান্স আশা জাগানোর মতো নয়। এখনও অবধি ২১ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ। এ বছরও ১২টি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে। তাদের বোলিং আক্রমণ খুবই ভালো কিন্তু। ব্যাটিংয়ে পাওয়ার হিটারের অভাব। সে কারণেই পিছিয়ে। এই বিষয়ে উন্নতি করতে পারলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ। বিশেষ করে আরব আমির শাহির পরিবেশ-পরিস্থিতিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জে ফেলতেই পারে।
এই গ্রুপে মূলত নজর থাকবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দিকে। সঙ্গে ২০১৬-র চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওয়েস্ট ইন্ডিজের সেই পুরনো দাপট নেই। তবে হেইলি ম্যাথিউজ অলরাউন্ড পারফর্ম করতে পারলে এবং বাকিরা সহায়তা করতে পারলে সাফল্য আসতেই পারে। তুলনামূলক ভাবে দক্ষিণ আফ্রিকা টিম অনেক বেশি ব্যালান্সড। তাদের টিমে পাওয়ার হিটার, ভালো স্পিন বোলিং আক্রমণ এবং পেস বোলিং আক্রমণ রয়েছে। লোয়ার অর্ডার ব্যাটিংও ভালো।