Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি যে দুই মাইলস্টোনে পৌঁছতে পারেন

Sep 03, 2024 | 4:57 PM

India vs Bangladesh Series: ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে খেলেননি বিরাট কোহলি। দলীপ ট্রফিতেও রাখা হয়নি। লাল-বলে ম্যাচ প্র্যাক্টিস পাওয়ার সম্ভাবনা নেই। বিরাটের মতো অভিজ্ঞ প্লেয়ারের কাছে তা সমস্যা হওয়ার কথা নয়। এই সিরিজে ভারতের যেমন ক্লিন সুইপে নজর থাকবে, তেমনই বিরাটের কাছে সুযোগ দুই মাইলস্টোন পূরণের।

Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি যে দুই মাইলস্টোনে পৌঁছতে পারেন
Image Credit source: PTI FILE

Follow Us

পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ। এ বার ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায়। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ রয়েছে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রাথমিক লক্ষ্য স্বাভাবিক ভাবেই টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবলে ভারত শীর্ষে রয়েছে। তা মজবুত করতে পরবর্তী সব কটি সিরিজই ভারতের কাছে জরুরি।

বাংলাদেশ সিরিজে শুধু টিম হিসেবেই নয়, ব্যক্তিগত ভাবে নজর থাকবে বিরাট কোহলির দিকে। ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে খেলেননি বিরাট কোহলি। দলীপ ট্রফিতেও রাখা হয়নি। লাল-বলে ম্যাচ প্র্যাক্টিস পাওয়ার সম্ভাবনা নেই। বিরাটের মতো অভিজ্ঞ প্লেয়ারের কাছে তা সমস্যা হওয়ার কথা নয়। এই সিরিজে ভারতের যেমন ক্লিন সুইপে নজর থাকবে, তেমনই বিরাটের কাছে সুযোগ দুই মাইলস্টোন পূরণের।

কী সেই মাইলস্টোন?

  1. প্রথমত টেস্টে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ বিরাট কোহলির সামনে। এর জন্য তাঁর প্রয়োজন ১৫২ রান। বিশ্ব ক্রিকেটে ধারাবাহিকতার অপর নাম বিরাট কোহলি। তবে টেস্টে তাঁর সফর সুবিধার যাচ্ছে না। ২০২১ সাল থেকে ফ্যাব ফোরের মধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বিরাট। লক্ষ্য বাকি দুই ফরম্যাটে মনসংযোগের। সেই নতুন সফর শুরু এই সিরিজ থেকেই।
  2. ওয়ান ডে ফরম্যাটে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে সেঞ্চুরির শিখরে বিরাট কোহলি। ৫০টি ওডিআই সেঞ্চুরি রয়েছে তাঁর। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরি। এর মধ্যে টেস্ট সেঞ্চুরি ২৯টি। বাংলাদেশের বিরুদ্ধে প্রায় ৪ ইনিংস পেতে পারেন বিরাট। এর মধ্যে ৩০টি সেঞ্চুরির ক্লাবে ঢোকার সুযোগ থাকছে বিরাট কোহলির সামনে।
Next Article