পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ। এ বার ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায়। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ রয়েছে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রাথমিক লক্ষ্য স্বাভাবিক ভাবেই টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবলে ভারত শীর্ষে রয়েছে। তা মজবুত করতে পরবর্তী সব কটি সিরিজই ভারতের কাছে জরুরি।
বাংলাদেশ সিরিজে শুধু টিম হিসেবেই নয়, ব্যক্তিগত ভাবে নজর থাকবে বিরাট কোহলির দিকে। ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে খেলেননি বিরাট কোহলি। দলীপ ট্রফিতেও রাখা হয়নি। লাল-বলে ম্যাচ প্র্যাক্টিস পাওয়ার সম্ভাবনা নেই। বিরাটের মতো অভিজ্ঞ প্লেয়ারের কাছে তা সমস্যা হওয়ার কথা নয়। এই সিরিজে ভারতের যেমন ক্লিন সুইপে নজর থাকবে, তেমনই বিরাটের কাছে সুযোগ দুই মাইলস্টোন পূরণের।
কী সেই মাইলস্টোন?