আমেদাবাদ : কথায় বলে ‘পুরনো চাল ভাতে বাড়ে’… এই প্রবাদটা যেন ভুলেই গিয়েছে বিসিসিআই। জুন মাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। আর এই বিশ্ব টেস্ট ফাইনালের জন্য ভারতীয় দলের কাছে উইকেটকিপার-ব্যাটারের বিকল্প বলতে রয়েছেন শুধু কোনা শ্রীকার ভরত। WTC ফাইনালের জন্য বিসিসিআইয়ের ঘোষণা করা স্কোয়াডে যদিও রয়েছেন লোকেশ রাহুল। তাঁকে দিয়ে হয়তো কিপিং করানোর কথা ভেবেছিল বিসিসিআই। কিন্তু রাহুল নিজেই জানিয়ে দিয়েছেন থাই সার্জারির কারণে তিনি আগামী মাসে হতে চলা এই মেগা ফাইনালে খেলতে পারবেন না। ফলে রোহিত শর্মার ভারতের কাছে উইকেটকিপারের বিকল্প হিসেবে থাকছেন কেবল ভরত। চলতি আইপিএলে (IPL 2023) দুরন্ত পারফর্ম করছেন ভারতের এক উইকেটকিপার-ব্যাটার। তিনি খেলছেন গুজরাট টাইটান্সের জার্সিতে। আর বলার অপেক্ষা রাখে না যে, কথা হচ্ছে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে। ঋদ্ধিকে নিঃসন্দেহে ভারতের সেরা কিপার বলা যায়। ব্যাটিংয়েও তিনি দলকে ভরসা দিতে দক্ষ। চলতি আইপিএলে ভালো খেলে নজর কেড়ে বিশ্ব টেস্ট ফাইনালের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিএসকের অজিঙ্ক রাহানে। তবে ঋদ্ধির ক্ষেত্রে তেমনটা হয়নি। তিনি কিন্তু কথায় নয়, কাজে প্রমাণ করে চলেছেন নিজের দক্ষতা। কিপিংয়ে তো বটেই, ব্যাট হাতেও গুজরাটের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ঋদ্ধি। আজ, রবিবারই যেমন আমেদাবাদে লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে অনবদ্য মেজাজে ব্যাটার ঋদ্ধিকে দেখা গেল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালাতে থাকেন ঋদ্ধিমান সাহা। মাত্র ২০ বলে অর্ধশতরানে পৌঁছে যান ঋদ্ধি। এটি ঋদ্ধির আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে তিনি ২০১৪ সালে পঞ্জাবের হয়ে খেলার সময় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
লখনউয়ের বিরুদ্ধে আজ পাওয়ার প্লে-তে গুজরাট কোনও উইকেট না হারিয়ে তোলে ৭৮ রান। যা আইপিএলে গুজরাটের পাওয়ার প্লে-তে তোলা সেরা রান। রবি-বিকেলে একটা সময় একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঋদ্ধির ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি দেখছিলেন শুভমন গিল। পাওয়ার প্লে-তে গুজরাটের করা ৭৮ রানের মধ্যে ৫৪ রান করেন ঋদ্ধি। টাইটান্সদের এই ওপেনিং জুটিকে কোনও মতেই ভাঙতে পারছিলেন না লখনউয়ের বোলাররা।
১৩তম ওভারে অবশেষে ঋদ্ধি-শুভমন জুটি ভাঙেন আবেশ খান। ততক্ষণে ৮১ রানে পৌঁছে গিয়েছিলেন ঋদ্ধিমান। মনে হচ্ছিল আজ সেঞ্চুরি আসতে চলেছে তাঁর ব্যাটে। অবশ্য ১৯ রানের জন্য তা হয়নি। ঋদ্ধির ৮১ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছয়। প্রসঙ্গত, ওপেনিং জুটিতে ৭৪ বলে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন ঋদ্ধি ও গিল।
ঋদ্ধিমান সাহার এই বিধ্বংসী ইনিংস দেখে সকলের মতো বিরাট কোহলিও অবাক। ইন্সটাগ্রাম স্টোরিতে ঋদ্ধির ছবি শেয়ার করে কোহলি লেখেন, ‘হোয়্যাট আ প্লেয়ার’। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।
Virat Kohli appreciating W Saha’s batting. He said “W Saha, What a player”. pic.twitter.com/jBKqrFhH12
— CricketMAN2 (@ImTanujSingh) May 7, 2023
ঋদ্ধির এই চোখধাঁধানো ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা ফের একবার তাঁকে WTC ফাইনালে দেখতে চান বলে দাবি তুলেছেন। টুইটারে ট্রেন্ডিং #Saha। ঋদ্ধির ফ্যানেদের দাবি একটাই, এমন বিধ্বংসী ফর্ম দেখে যেন তাঁদের প্রিয় তারকাকে বিশ্ব টেস্ট ফাইনালের জন্য ভারতীয় দলে নেওয়া হোক।
Wriddhiman Saha for WTC final pic.twitter.com/Zxw4eMqZTZ
— Anoop ?? (@ianooop) May 7, 2023
If saha had fanbase like Csk and MI he would have been selected like Rahane and sky got selected.
He’s perfect replacement for KL rahul pic.twitter.com/Ena4ubSOg5
— M. (@IconicKohIi) May 7, 2023
Wriddhiman Saha for WTC Final ? pic.twitter.com/GG3QNDnagW
— Dennis? (@DenissForReal) May 7, 2023