Ranji Trophy 2022: ব্যক্তিগত কারণে রঞ্জি খেলবেন না, ঋদ্ধিকে নিয়ে বিতর্ক

বাংলা টিমে ঋদ্ধিমান সাহা অন্যতম স্তম্ভ। তাঁর অভিজ্ঞতা এবং উপস্থিতি দুই-ই টিমকে সমৃদ্ধ করে। অতীতে অনেক ভালো ইনিংস খেলে টিমকে টেনেছেন, বাঁচিয়েওছেন। সেই ঋদ্ধি রঞ্জি মরসুমে হঠাৎই নিজেকে সরিয়ে নিলেন কেন? নানা মহল থেকে নানা কারণ ভেসে আসছে। কেউ বলছেন, সামনে আইপিএল। করোনার ভীতি এখনও ঘরোয়া ক্রিকেট থেকে যায়নি। সেই কারণে রঞ্জিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Ranji Trophy 2022: ব্যক্তিগত কারণে রঞ্জি খেলবেন না, ঋদ্ধিকে নিয়ে বিতর্ক
ঋদ্ধিমান সাহা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 8:48 PM

কলকাতা: হঠাৎই বাংলার ক্রিকেট টিমে (Bengal Cricket Team) বিতর্কের আঁচ। রঞ্জি (Ranji Trophy) মরসুম শুরু হওয়ার আগে এই বিতর্ক রীতিমতো চাপে ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। নির্বাচকমণ্ডলীর কেউ কেউ যাকে ‘বড় ধাক্কা’ বলে ব্যাখ্যা করছেন। ১৭ ফেব্রুয়ারি কটকে শুরু হচ্ছে বাংলার রঞ্জি যাত্রা। মঙ্গলবার ২২ জনের দল বেছে নিলেন শুভময় দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। কারা আছেন টিমে, তার থেকেও বড় খবর, ভারতীয় টিমের উইকেটকিপার ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) দল থেকে নিজেকে সরিয়ে নেওয়া। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণে এই মরসুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফির কোনও ম্যাচই খেলবেন না তিনি। কেন এই সিদ্ধান্ত? তার সদুত্তর মিলছে না। নির্বাচক থেকে শুরু করে সিএবি-র কর্তারা এ ব্যাপারে আশ্চর্য নীরব।

বাংলা টিমে ঋদ্ধিমান সাহা অন্যতম স্তম্ভ। তাঁর অভিজ্ঞতা এবং উপস্থিতি দুই-ই টিমকে সমৃদ্ধ করে। অতীতে অনেক ভালো ইনিংস খেলে টিমকে টেনেছেন, বাঁচিয়েওছেন। সেই ঋদ্ধি রঞ্জি মরসুমে হঠাৎই নিজেকে সরিয়ে নিলেন কেন? নানা মহল থেকে নানা কারণ ভেসে আসছে। কেউ বলছেন, সামনে আইপিএল। করোনার ভীতি এখনও ঘরোয়া ক্রিকেট থেকে যায়নি। সেই কারণে রঞ্জিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। টিভি নাইন বাংলাকে মেসেজে ঋদ্ধি বলেন, ‘ব্যক্তিগত কারণেই সরে দাঁড়ালাম। এ মরসুমে রঞ্জি খেলব না।’

আবার অনেকের যুক্তি, লাল বলের ক্রিকেট থেকে এবার তাঁকে সরতে হবে। হয়তো ভারতীয় টিমেও খুব বেশিদিন থাকবেন না। সেই কারণেই নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য রঞ্জি থেকে সরে গেলেন। কিন্তু এই যুক্তি খুব বেশি সমর্থনযোগ্য বলে মনে হচ্ছে না। শুধু কিপার হিসেবে ভাবলে ঋদ্ধির বিকল্প ভারতীয় ক্রিকেটে এখনও তৈরি হয়নি। পাশাপাশি বায়ো-বাবল জীবন তাঁকে বিপর্যস্ত করে তুলেছে। সামনে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। তারপরই আবার আইপিএল। ৩ মাসের জন্য আবার বাবলে চলে যেতে হবে ঋদ্ধিকে। পরিবার ছেড়ে দিনের পর দিন বাবল জীবন কাটাতে চাইছেন না পাপালি। সেই কারণেই এই সিদ্ধান্ত।

ঋদ্ধি এই মরসুমে রঞ্জি খেলতে চান না, তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে সিএবি। সেই কারণেই ঋদ্ধিকে বাদ দিয়েই ২২ জনের দল বাছা হল। প্রত্যাশিত ভাবে ওই দলে আছেন মনোজ তিওয়ারি। নেতা অভিমন্যু ঈশ্বরন। টিমে এসেছেন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বাংলার পেসার রবি কুমার, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের স্ট্যান্ড বাই কিপার অভিষেক পোড়েলও ।

আরও পড়ুন: IPL Auction 2022: মেগা নিলামের স্ট্র্যাটেজি সাজাচ্ছে ফ্র্যাঞ্জাইজিরা