WTC Points Table: টিম ইন্ডিয়া পারথ টেস্ট জিততেই WTC পয়েন্ট টেবলে বিরাট প্রভাব, ভারতের জায়গা কোথায়?

India vs Australia: কিউয়িদের বিরুদ্ধে ভারতের মাটিতে ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে দুইয়ে নেমে গিয়েছিল রোহিতের ভারত। এরপরই WTC ফাইনালে ওঠার জন্য ভারতীয় টিমের কাছে টার্গেট সেট হয়ে যায়। অজি সফরে যাও, আর ৪টে টেস্ট জেতো।

WTC Points Table: টিম ইন্ডিয়া পারথ টেস্ট জিততেই WTC পয়েন্ট টেবলে বিরাট প্রভাব, ভারতের জায়গা কোথায়?
WTC Points Table: টিম ইন্ডিয়া পারথ টেস্ট জিততেই WTC পয়েন্ট টেবলে বিরাট প্রভাব, ভারতের জায়গা কোথায়?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 25, 2024 | 2:40 PM

কলকাতা: অজি সফরে এসে জয় দিয়ে ৫ টেস্টের সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। পারথে টিম ইন্ডিয়া প্রথম টেস্ট জিততেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবল নিয়ে। কিউয়িদের বিরুদ্ধে ভারতের মাটিতে ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে দুইয়ে নেমে গিয়েছিল রোহিতের ভারত। এরপরই WTC ফাইনালে ওঠার জন্য ভারতীয় টিমের কাছে টার্গেট সেট হয়ে যায়। অজি সফরে যাও, আর ৪টে টেস্ট জেতো। এর জন্য প্রয়োজন ছিল সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনা কাজে লাগিয়েই পারথ টেস্ট জিতল ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবলেও হল বড় বদল।

পরিষ্কার করে বলতে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষস্থান ফিরে পেল ভারত। দুইয়ে নেমে গেল অস্ট্রেলিয়া। ডব্লিউটিসির চলতি চক্রে এখনও অবধি টিম ইন্ডিয়া ১৫টি টেস্ট ম্যাচ খেলেছে। তাতে ভারতের জয় ৯টি, হার ৫টি, ড্র ১টি ম্যাচে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে টিম ইন্ডিয়ার বর্তমান পয়েন্ট ১১০। আর পারসেন্টেজ পয়েন্ট ৬১.১১।

এই তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। আর পারসেন্টেজ পয়েন্ট ৫৭.৬৯। এখনও অবধি অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ১৩ ম্যাচ খেলেছে। জিতেছে ৮টি, হেরেছে ৪টি ও ড্র ১টি ম্যাচে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে আপাতত তিনে শ্রীলঙ্কা, চারে নিউজিল্যান্ড।

এক ঝলকে দেখে নিন পারথ টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল—

WTC updated points table

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আপডেটেড পয়েন্ট টেবল