সকলেই মনে করেছিলেন ধরমশালা টেস্টে ফিরতে পারেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। প্রথম দু-ম্যাচের স্কোয়াডে থাকলেও সরে দাঁড়ান বিরাট। পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন বিরাট কোহলি। সে কারণেই মনে করা হয়েছিল শেষ ম্যাচে ফিরবেন। স্কোয়াডে নেই বিরাটের নাম। অবাক হয়েছেন ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসনও। বিরাট পুরো সিরিজেই নেই, তাঁর রেকর্ডও সুরক্ষিত নয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাক লাগিয়ে দিয়েছে ভারতের তরুণ ব্রিগেড। টিম গেম খেলেছে ভারত। সিরিজের প্রথম টেস্ট হারলেও হতাশায় ডুবে যায়নি। হায়দরাবাদে প্রথম ম্যাচের পর ছিটকে যায় বেশ কিছু বড় নামও। যশস্বীর মতো তরুণ ক্রিকেটার ছিলেনই। এই সিরিজে অভিষেক হয়েছে সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপের মতো তরুণ ক্রিকেটারের। তেমনই ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত নাম রজত পাতিদারেরও ৩০ বছরে অভিষেক এই সিরিজে। সকলের মাঝে আলাদা জায়গা করে নিয়েছেন যশস্বী।
সিরিজে টানা দু-ম্যাচে ডাবল সেঞ্চুরি। দুটি হাফসেঞ্চুরিও রয়েছে। চার ম্যাচে ৬৫৫ রান করেছেন যশস্বী। ভারত-ইংল্যান্ড সিরিজে এর আগে ভারতের কেউ ৭০০ কিংবা তার বেশি রান করেননি। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ইতিহাসে মাত্র দুই ব্যাটার এই কীর্তি গড়েছেন। দু-জনই ইংল্যান্ডের। প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচ এবং বর্তমান টিমের অন্যতম ভরসা জো রুট।
ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। রাঁচি টেস্টে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৬৫৫ রান করেছিলেন বিরাট কোহলি। চার ম্যাচেই বিরাটের রান ছুঁয়েছেন যশস্বী। ধরমশালায় আর ৪৫ রান করলেই ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০-র মাইলফলকে পৌঁছে যাবেন যশস্বী। যে ফর্মে রয়েছেন, তাতে গ্রাহাম গুচ (৭৫২) এবং জো রুটের (৭৩৭) রানও ছাপিয়ে যেতে পারেন।