AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yashasvi Jaiswal: ব্যাকস্টোরিই যেন ব্যাকবোন! অজি-ভূমে যশস্বীকে নিয়ে মাতামাতিতে যা বলছেন তরুণ তুর্কি…

IND vs AUS, BGT: পারথ টেস্টে ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস উপহার দেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এ বার অ্যাডিলেডে হতে চলা দ্বিতীয় টেস্টেও যে কারণে তাঁর দিকে বাড়তি নজর থাকবে সকলের।

Yashasvi Jaiswal: ব্যাকস্টোরিই যেন ব্যাকবোন! অজি-ভূমে যশস্বীকে নিয়ে মাতামাতিতে যা বলছেন তরুণ তুর্কি...
ব্যাকস্টোরিই যেন ব্যাকবোন! অজি-ভূমে যশস্বীকে নিয়ে মাতামাতিতে যা বলছেন তরুণ তুর্কি...
| Updated on: Nov 26, 2024 | 8:04 PM
Share

কলকাতা: পারথ হোক বা অ্যাডিলেড — আজাদ ময়দানকে কখনও ভুলতে পারেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতের তরুণ ওপেনার। অজি-ভূমে তাঁকে নিয়ে চলছে মাতামাতি। এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ান মিডিয়া যশস্বীকে নতুন কিং বলে সম্বোধন করেছিল। এ বার সে দেশের বহু প্রাক্তনী তাঁকে প্রশংসায় ভরিয়েছেন। তাঁকে নিয়ে যত মাতামাতি হোক না কেন, যশস্বী কিন্তু নিরুত্তাপ। ভোলেননি তাঁর সংগ্রামের দিনগুলি। যশস্বীর কথায়, তাঁর ব্যাকস্টোরিই আসল ব্যাকবোন।

আজাদ ময়দানের তাঁবুতে রাতের পর রাত কাটিয়েছেন যশস্বী। পেটের দায়ে ক্রিকেট খেলার পর বিক্রি করেছেন ফুচকা। শৌচালয়, আলো, জল না থাকার পরও ছোট্ট ঘুপচি তাঁবুতে পড়ে থেকেছেন আর প্র্যাক্টিস চালিয়ে গিয়েছেন। এই কঠোর পরিশ্রমের ফল তিনি পেয়েছেন। অস্ট্রেলিয়ান টেলিভিশন ব্রডকাস্টারকে যশস্বী এই প্রসঙ্গে বলেন, ‘এই লড়াইটাই (ব্যাকস্টোরি) আমাকে সব সময় আত্মবিশ্বাস দেয়। আমি কোন পরিস্থিতি থেকে এখানে পৌঁছেছি, এটা আমি প্রত্যেক মুহূর্তে মনে করি। আমি সব সময় লড়াই করি। লড়াই করার প্রত্যাশা করি। আমি লড়াই উপভোগ করার চেষ্টা করি এবং লড়াই জেতারও চেষ্টা করি।’

ক্রিজে থাকাকালীন প্রতিটা বলই উপভোগ করতে চান যশস্বী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনে যা পেয়েছি, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আলাদা আলাদা অনুভূতি, জীবনের আলাদা আলাদা পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হয় শিখছি। মাঠে থাকাকালীন প্রতিটা বল উপভোগ করতে চাই। আমি বর্তমানে যেখানে রয়েছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই।’