DC vs RR: চাহালের রেকর্ড, অশ্বিন দাপট; আজই প্লে-অফ নিশ্চিত করতে রাজস্থানের চাই ২২২

IPL 2024, Delhi Capitals vs Rajasthan Royals: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের। অনভিজ্ঞতার কারণেই এমন ভাবনা বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপে ডাক না পেলেও আইপিএলে বিধ্বংসী ব্যাটিং জারি। রাজস্থান রয়্যালসের শক্তিশালী বোলিং আক্রমণকে প্রবল চাপে ফেলেছিলেন ম্যাকগুরুক। যদিও অশ্বিনের অভিজ্ঞতার কাছে হার মানেন। ১৯ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন জ্যাক।

DC vs RR: চাহালের রেকর্ড, অশ্বিন দাপট; আজই প্লে-অফ নিশ্চিত করতে রাজস্থানের চাই ২২২
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 07, 2024 | 9:30 PM

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজির যুজবেন্দ্র চাহালের। যদিও গত কয়েক ম্যাচ তাঁর পারফরম্যান্স সুখের নয়। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে যে ছন্দে ছিলেন, পরে তা হারিয়েছেন। এর মধ্যে রেকর্ড গড়া অবশ্য থামেনি। প্রথম বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক আগেই পেরিয়েছিলেন। এ বার প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল। যদিও বোর্ডে বিশাল রান দিল্লি ক্যাপিটালসের।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের। অনভিজ্ঞতার কারণেই এমন ভাবনা বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপে ডাক না পেলেও আইপিএলে বিধ্বংসী ব্যাটিং জারি। রাজস্থান রয়্যালসের শক্তিশালী বোলিং আক্রমণকে প্রবল চাপে ফেলেছিলেন ম্যাকগুরুক। যদিও অশ্বিনের অভিজ্ঞতার কাছে হার মানেন। ১৯ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন জ্যাক। অশ্বিনের বিরুদ্ধে খেলা প্রথম ডেলিভারিতেই আউট। ফুলটস ডেলিভারি অফসাইডে সহজ ক্যাচ।

জ্যাক আউট হলেও রানের গতি কমতে দেননি আর এক ওপেনার অভিষেক পোড়েল। আইপিএলে এ মরসুমে নানা পজিশনে ব্যাট করতে হয়েছে। এই ম্যাচে ওপেন করেন। ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন পোড়েল। তাঁকেও ফেরান অশ্বিন। মাত্র ৩৬ বলে ৬৫ রানের ঝকঝকে ইনিংস। এ মরসুমে প্রথম হাফসেঞ্চুরি অভিষেকের। শেষ দিকে ত্রিস্তান স্টাবসের গুরুত্বপূর্ণ অবদান। শেষ অবধি বোর্ডে ২২১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। এই মাঠে চতুর্থ ম্যাচে সবচেয়ে কম স্কোর এটিই।

চাহালের রেকর্ডের ম্যাচে অনবদ্য বোলিং রবিচন্দ্রন অশ্বিনের। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন অশ্বিন। তাঁর স্পেলের সৌজন্যেই তুলনামূলক কম রানে আটকে রাখা সম্ভব হয়েছে দিল্লিকে। আজই প্লে-অফ নিশ্চিত করতে ২২২ রান চাই রাজস্থান রয়্যালসের।