AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: RCB-র ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে নামতে চান ক্রিস গেইল, বললেন…

Chris Gayle: ইয়েলোব্রিগেডকে হারানোর পর আরসিবির ড্রেসিংরুমে হাজির হয়েছিলেন ক্রিস গেইল। আরসিবির প্লে অফে ওঠার জন্য গেইলও সেলিব্রেশনে মেতে ওঠেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া সাইট X এ ক্রিস গেইলের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

IPL 2024: RCB-র ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে নামতে চান ক্রিস গেইল, বললেন...
IPL 2024: RCB-র ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে নামতে চান ক্রিস গেইল, বললেন...Image Credit: X
| Updated on: May 19, 2024 | 6:26 PM
Share

কলকাতা: আরসিবির অন্যতম মহারথী তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে তাঁর ব্যাটে একাধিক বিধ্বংসী ইনিংস দেখা গিয়েছে। আরসিবি শিবির তাঁকে ভীষণ মিস করে। তিনিও ঠিক একইরকম ভাবে আরসিবি টিমকে মিস করেন। কথা হচ্ছে ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলকে (Chris Gayle) নিয়ে। শনি-বার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-সিএসকে (RCB vs CSK) দ্বৈরথ দেখতে গিয়েছিলেন ইউনিভার্সাল বস। সেখানে আরসিবির জয় উপভোগ করেছেন গেইল। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আবার আইপিএলে আরসিবির জার্সি গায়ে চাপাতে চান তিনি। তবে এ বার ক্যারিবিয়ান তারকা বিরাটদের সঙ্গে মাঠে নামতে চান অন্য ভূমিকায়।

মহেন্দ্র সিং ধোনির ইয়েলোব্রিগেডকে হারানোর পর আরসিবির ড্রেসিংরুমে হাজির হয়েছিলেন ক্রিস গেইল। আরসিবির প্লে অফে ওঠার জন্য গেইলও সেলিব্রেশনে মেতে ওঠেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া সাইট X এ ক্রিস গেইলের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছো, জার্সি এখনও ফিট হচ্ছে। যদি ওদের অতিরিক্ত কাউকে প্রয়োজন হয়, আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারি। ভক্তদের দেখে দারুণ লাগছে। আজীবন আরসিবি, আমি আজীবন আরসিবির ভক্ত থাকব।’

ক্রিস গেইল একইসঙ্গে জানান, চিন্নাস্বামীতে ফিরে তাঁর দারুণ লাগছে। বেঙ্গালুরুতে আসতেই গেইলের কাছে ভক্তরা সেলফি, অটোগ্রাফের আবদার নিয়ে হাজির হয়েছিলেন। তিনি হাসিমুখে ভক্তদের সেই সকল আবদার মিটিয়েছেন।

ইন্সটাগ্রামে বিরাট কোহলির সঙ্গে আরসিবির ড্রেসিংরুম থেকে একটি ছবি শেয়ার করে ক্রিস গেইল লিখেছেন, ‘কিং দীর্ঘজীবী হও! বিরাট কোহলি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’