কলকাতা: ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজ জিতেছেন শুভমন গিল (Shubman Gill)। আজ হারারেতে জিম্বাবোয়েতে ৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচ। জয়ের হ্যাটট্রিক করে সিরিজ এমনিতেই মেন ইন ব্লুর মুঠোয়। টানা ৪টি ম্যাচে শুভমন টস জিতেছিলেন। এ বার টস ভাগ্য বদলানোর জন্য পঞ্চম ম্যাচে অন্য পন্থা নিলেন সিকান্দার রাজা (Sikandar Raza)। হারারেতে পঞ্চম টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগে রাজা যখন কয়েন ফ্লিপ করেন, সেই সময় খানিকটা লাফান। অন্যান্য দিন তাঁকে এমন করতে দেখা যায়নি। হয়তো রাজা চাইছিলেন, টস যেন তিনিই জেতেন। তাই মর্যাদার ম্যাচে একটু অন্যরকম ভাবে টস করলেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন। যার ফল যায় তাঁরই পক্ষে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন রাজা।
শুভমন গিলের পাঁচে পাঁচ টস জেতা হল না। অবশ্য একটাই স্বস্তি সিরিজ ভারত জিতেছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতের একাদশে ২টো পরিবর্তন হয়েছে। মুকেশ কুমার এবং রিয়ান পরাগ একাদশে ফিরেছেন। এবং শেষ ম্যাচে বাদ পড়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও খলিল আহমেদ।
টস জিতে রাজা বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আশা করছি আমরা যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করব, উইকেট ভালো হবে। আমাদের মধ্যে মোটিভেশন, আত্মবিশ্বাস রয়েছে।’ ভারত অধিনায়ক শুভমন টসের পর বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতাম। আমাদের স্পিনাররা ভালো বল করছে। প্লেয়ারদের খিদে মেটেনি এখনও। পরপর ম্যাচ খেলা এত সহজ নয়।’ এরপরই গিল জানান, একাদশে ২টি পরিবর্তন। এসেছেন মুকেশ ও রিয়ান। কিন্তু কাদের পরিবর্তে তাঁরা এসেছেন, তা বলতে পারেনি গিল।
ম্যাচ শুরু হওয়ার আগে ব্রডকাস্টার চ্যানেলে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার সঞ্জু স্যামসন চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে জানান, ফাইনাল শেষ হওয়ার ২ ঘণ্টা পর পর্যন্ত তিনি বুঝতেই পারছিলেন না কী হচ্ছে। এত আবেগের বিস্ফোরণ সঞ্জুর কাছে যেন অবিশ্বাস্য ছিল।
দেখুন পঞ্চম টি-২০ ম্যাচে ভারতের একাদশ—
A look at #TeamIndia‘s Playing XI for today 👌👌
2⃣ changes in the side as Riyan Parag and Mukesh Kumar are named in the eleven.
Follow The Match ▶️ https://t.co/TZH0TNJcBQ#ZIMvIND pic.twitter.com/9vTpa7i28v
— BCCI (@BCCI) July 14, 2024