কলকাতা: শুভমন গিলের নেতৃত্বে ভারতের তরুণ ব্রিগেড জিম্বাবোয়েতে দাপট দেখাচ্ছে। ভারতের ভবিষ্যৎ প্রজন্ম যে সঠিক দিকেই এগোচ্ছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এ বার তরুণদের কাছে সুযোগ নিজেদের প্রতিভা প্রমাণ করার। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন রোহিত শর্মা (১৫৯টি ম্যাচে ৪২৩১ রান) এবং বিরাট কোহলি (১১৭টি ম্যাচে ৪১৮৮ রান)। বিদেশের মাটিতে ওপেনার হিসেবে রোহিতের কয়েকটি শতরানও রয়েছে। জিম্বাবোয়েতে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিতের রেকর্ড এক স্পর্শ করেছেন অভিষেক। আজ তাঁর সামনে সুযোগ রয়েছে তা ভাঙার।
অভিষেক শর্মা কি পারবেন জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচে সেঞ্চুরি করে রোহিতকে ছাপিয়ে যেতে? হয়তো তা সম্ভব হবে না। কারণ, শুভমন গিলের সঙ্গে অভিষেক শর্মা নয়, হয়তো যশস্বী জয়সওয়ালই সিরিজের শেষ ম্যাচে ওপেন করতে নামবেন। তাই বিদেশের মাটিতে ওপেনার হিসেবে রোহিতের রেকর্ড ভাঙা হবে না অভিষেকের। তাঁকে হয়তো অপেক্ষা করতে হতে পারে, ভারতের পরবর্তী বিদেশ সফরের জন্য।
বিদেশের মাটিতে ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক রান রোহিত শর্মার নামে রয়েছে। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ১০০ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা। তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪৭ বলে সেঞ্চুরি করেন। এই তালিকায় তৃতীয় স্থানে ফের রোহিতের নাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১৮ সালে ৯৭ রান করেছিলেন। এই তালিকায় চার নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯০ রান করেছিলেন। তালিকার পঞ্চম স্থানে ফের রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৬ সালে ৮৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত।