কলকাতা: হারারেতে ভারতীয় সমর্থকদের মন ভালো করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ ওপেনারকে কাছে পেয়েই ভক্তরা সেলফি, অটোগ্রাফের আবদার করেন। তা হাসিমুখে মেটান যশস্বী। এখানেই শেষ নয়, বিশ্বজয়ী যশস্বীকে সমর্থকরা একের পর এক প্রশ্নও করেন। সব প্রশ্নের উত্তরও দেন যশস্বী। সেই ভিডিয়ো দেখেছেন?
বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ভক্তরা ভারত-জিম্বাবোয়ে চতুর্থ টি-২০ ম্যাচের সেরার পুরস্কার পাওয়া যশস্বীকে বেশ কয়েকটি প্রশ্ন করেন। ভিডিয়োতে দেখা যায় যশস্বীর নাম ধরে ভক্তরা ডাকতে থাকেন। তিনি সকলকে আশ্বস্ত করেন, আসছেন বলে। ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে গিয়ে তিনি তাঁদের অটোগ্রাফ দেন, সেলফিও তোলেন অনেকের সঙ্গে। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
যশস্বীকে এক ফ্যান প্রশ্ন করেন, বিশ্বকাপ টিমে ছিলেন, খেলার সুযোগ পাননি। তারপর এখানে খেলছেন। এই সময়টায় নিজেকে কী ভাবে তৈরি রেখেছেন? উত্তরে যশস্বী বলেন, ‘আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পেরে খুব খুশি। সেখান থেকে অনেক কিছু শিখেছি। এবং উপভোগ করেছি। আমি একটা জিনিসে বিশ্বাসী, যখন সুযোগ পান নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে জেতানোর চেষ্টা করব।’
তরুণ ওপেনার যশস্বীকে একজন প্রশ্ন করেন ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। খেলার সময় শুভমনের সঙ্গে তাঁর কী কথা হচ্ছিল? উত্তরে যশস্বী বলেন, ‘শুভমন ভাই ও আমি আজ বেশ উপভোগ করেছি। খেলা উপভোগ করেছি। রান করতে পেরেও ভালো লাগছে। যখনই আমি ভারতের হয়ে খেলার সুযোগ পাই, গর্ববোধ করি। খেলাটা উপভোগ করি। আমাদের মনে খেলার সময় এটাই চলছিল যে, ম্যাচ শেষ করতে হবে। দলকে জেতাতে হবে।’
Post-match interview, with a 𝙏𝙒𝙄𝙎𝙏! 😎
Fans Ask Questions, Yashasvi Jaiswal answers! 😊 – By @ameyatilak
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦 this interaction 🎥 🔽 #TeamIndia | #ZIMvIND | @ybj_19 pic.twitter.com/hVoq0R3FvC
— BCCI (@BCCI) July 14, 2024
এক ফ্যান যশস্বীকে প্রশ্ন করেন, ঘরোয়া ক্রিকেটে খেলার সুবিধে এখানে পেয়েছেন কিনা? উত্তরে যশস্বী বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে খেলার সুবিধে সব সময় পাওয়া যায়। আর ঘরোয়া ক্রিকেট আমাদের জন্য গুরুত্বপূর্ণও বটে। আমরা সেখানে খেলা উপভোগ করি।’