Cristiano Ronaldo : ‘MLS থেকে সৌদি লিগ অনেক ভালো’, মেসিকে খোঁচা রোনাল্ডোর!

লিও মেজর লিগ সকারে যোগ দেওয়ার পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিক্রিয়া সামনে এসেছে। সরাসরি না বললেও মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ বেছে নেওয়ায় কটাক্ষ করেছেন রোনাল্ডো।

Cristiano Ronaldo : 'MLS থেকে সৌদি লিগ অনেক ভালো', মেসিকে খোঁচা রোনাল্ডোর!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 12:23 PM

কলকাতা : সদ্য মেজর লিগ সকার টিম ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ঝাঁ চকচকে অনুষ্ঠানের মাধ্যমে ইন্টার মায়ামির জার্সি গায়ে মেসিকে প্রকাশ্যে আনে দলটি। বর্তমানে মেসির এমএলএস ডেবিউ নিয়ে হইচই ফুটবল বিশ্বে। লিও মেজর লিগ সকারে যোগ দেওয়ার পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রতিক্রিয়া সামনে এসেছে। সরাসরি না বললেও মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ বেছে নেওয়ায় কটাক্ষ করেছেন রোনাল্ডো। তাঁর মতো মেসির কাছেও সৌদি লিগে (Saudi Pro League) যোগ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কম প্রতিদ্বন্দ্বিতামূলক মেজর লিগ সকারকে বেছে নেন আর্জেন্টাইন মহাতারকা। চিরপ্রতিন্দ্বন্দ্বীর এই সিদ্ধান্তকে কটাক্ষ করে রোনাল্ডো বলেছেন, “মেজর লিগ সকারের (MLS) থেকে সৌদি লিগ অনেক ভালো।” এর পাশাপাশি রোনাল্ডো বলে দিয়েছেন, তিনি আর কখনও ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন না। কারণ তাঁর মতে, বর্তমানে ইউরোপিয়ান ফুটবল ঐতিহ্য হারিয়ে ফেলেছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই লিওনেল মেসির কাছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের প্রস্তাব গিয়েছিল। বিপুল অর্থের বিনিময়ে আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাবটি লিওকে দলে টানার চেষ্টা চালায়। রোনাল্ডো সৌদিতে যাওয়ার পর থেকে সেদেশের ফুটবল লিগের প্রাসঙ্গিকতা বেড়ে গিয়েছে।মেসিকে নিয়ে যেতে পারলে সৌদি লিগের রমরমা বেড়ে যেত দ্বিগুণ। ইউরোপ ছেড়ে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো বনাম মেসি লড়াই দেখার জন্য তৈরি হচ্ছিল ফুটবল বিশ্ব। কিন্তু শেষমেশ তা হল কই। আল হিলালের বিপুল অর্থের মায়া কাটিয়ে মেসি বেছে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকে।লিওর এই সিদ্ধান্ত অবাক করেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও বোধহয় তাঁদের মধ্যে একজন।

কী বলেছেন মেসি? আল নাসের তারকার কথায়, “মেজর লিগ সকারের থেকে সৌদি লিগ অনেক ভালো। সৌদি লিগে যোগ দেওয়ায় ওরা আমার সমালোচনা করে। কিন্তু এখন কী হচ্ছে? আমি সৌদি লিগের পথটা খুলে দিয়েছিলাম। এখন অনেকেই এখানে আসছেন। সৌদির ক্লাবের যোগ দেওয়ার সিদ্ধান্ত খুব গুরুত্ব রাখে। এটাই সত্যি। আগামী এক বছরের মধ্যে আরও অনেকে এখানে আসবে। সৌদি লিগ ছাপিয়ে যাবে তুরস্ক এবং ডাচ লিগকে।” রোনাল্ডোর পরে করিম বেঞ্জেমা, মার্সেলো ব্রোজোভিচ, কন্তে, রবার্তো ফিরমিনোর মতো ফুটবলাররা সৌদি লিগে যোগ দিয়েছেন।