David Warner-PV Sindhu: সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট ওয়ার্নারের, কমেন্ট স্ত্রীর

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে জনপ্রিয় মুখ পিভি সিন্ধু। দেশের হয়ে জোড়া অলিম্পিক পদক জিতেছেন হায়দরাবাদের এই ক্রীড়াবিদ।

David Warner-PV Sindhu: সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট ওয়ার্নারের, কমেন্ট স্ত্রীর
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 4:07 PM

হায়দরাবাদ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে ডেভিড ওয়ার্নারের জনপ্রিয়তা অজানা নয়। সানরাইজার্স হায়দরাবাদে দীর্ঘসময় খেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছে। হায়দরাবাদের ক্রিকেট প্রেমীদের সঙ্গে তাঁর আলাদাই সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ডেভিড ওয়ার্নারের জনপ্রিয়তাও আজানা নয়। ভারতীয় সিনেমার নানা দৃশ্য নকল করে নজর কেড়েছেন। সম্প্রতি পুস্পা সিনেমার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক নজর কেড়েছিল। সেই ভঙ্গিমায় ডান্স করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন ডেভিড ওয়ার্নারও। সবসময় মজার ছলেই নানা পোস্ট করেন তা নয়। গুণীদের কদর করতেও ভোলেন না ডেভিড ওয়ার্নার। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন পিভি সিন্ধু। ভারতীয় শাটলারের প্রথম কমনওয়েলথ গেমস সোনা। তাঁকে কুর্নিশ জানাতে ভোলেননি ডেভিড ওয়ার্নার। পোস্টে কমেন্ট করেছেন ওয়ার্নারের স্ত্রী ক্যানডিসও।

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে জনপ্রিয় মুখ পিভি সিন্ধু। দেশের হয়ে জোড়া অলিম্পিক পদক জিতেছেন হায়দরাবাদের এই ক্রীড়াবিদ।  সদ্য কমনওয়েলথ গেমসে সোনা। দেশের একমাত্র মহিলা শাটলার হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের নজির সিন্ধুর। ফাইনালে কানাডার মিশেল লি-কে হারান সিন্ধু। তাঁকে কুর্নিশ জানিয়ে ডেভিড ওয়ার্নার পোস্ট করেছেন। সিন্ধুকে ট্যাগও করেছেন, ‘ওয়েল ডান। দুর্দান্ত সাফল্য। পরিপূর্ণ।’ ইনস্টাগ্রামে সেই পোস্টে কমেন্ট করেছেন ওয়ার্নারের স্ত্রী ক্যানিডসও। লিখেছেন, ‘খুবই ভালো।’

View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে দারুণ সাফল্য পেয়েছে ভারত। পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত, চিরাগ শেট্টিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে হায়দরাবাদে। পরিবারের পাশাপাশি সমর্থকরাও উপস্থিত ছিলেন। ডাবলসে সোনা জিতেছে সাত্বিক রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। বিমানবন্দরে শাটলার চিরাগ শেট্টি জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সিন্ধুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর বাবা পিভি রামানা। মেয়ে সোনার পদক নিয়ে ফেরায় উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক।