Mohun Bagan: অনিশ্চিত রডরিগেজ, ফিট ম্যাকলারেন, তৈরি মোহনবাগান

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 17, 2024 | 10:50 PM

AFC Asian Champions League 2: ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হার। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা দুর্দান্ত করাই লক্ষ্য ছিল। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়েও ছিল মোহনবাগান। যদিও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হল না।

Mohun Bagan: অনিশ্চিত রডরিগেজ, ফিট ম্যাকলারেন, তৈরি মোহনবাগান
Image Credit source: MOHUN BAGAN

Follow Us

কলকাতা: বুধবার এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে নামছে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের সামনে তাজিকিস্তানের রাভশান ক্লাব। গত বছর আইএসএলে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বছর এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে সরাসরি খেলার ছাড়পত্র পেয়েছে মোহনবাগান। কোয়ালিফাইং রাউন্ডে হেরেই বিদায় নিয়েছিল ইস্টবেঙ্গল। দেশের সম্মান এখন মোহনবাগানের কাঁধেই। এএফসির আসরে শেষ কয়েক বছর ধরেই খেলছে মোহনবাগান। তবে এবার নামছে আরও বড় আসরে। আইএসএল অভিযানে মুম্বই সিটি এফসির কাছে আটকে গেলেও, এএফসির মঞ্চ একেবারে আলাদা। ঘরের মাঠে ভালো শুরুর অপেক্ষায় মোহনবাগান।

ডুরান্ড কাপের ফাইনাল কিংবা আইএসএলের প্রথম ম্যাচ, মোহনবাগান রক্ষণের দুর্বলতা প্রকট হয়েছে। এসিএল টু-র মূলপর্বে নামার আগে পর্তুগালের ডিফেন্ডার নুনো রুইসকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির। যদিও এখনও তিনি ভারতে আসেননি। ভিসার জন্য আবেদন করেছেন। চোটের কবলে থাকায় এসিএল টু-র প্রথম ম্যাচে নেই আলবার্তো রডরিগেজ। দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। ফলে একমাত্র বিদেশি টম অ্যালড্রেডকে রক্ষণে রেখেই দল সাজাতে হচ্ছে মোলিনাকে। এ দিকে জেমি ম্যাকলারেনের কি বুধবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ঘাড়ের চোট সারিয়ে যদিও এখন পুরো ফিট বাগানের অজি সুপারস্টার। নিজেও বলছেন মাঠে নামতে মুখিয়ে আছেন। বুধবার বাগান কোচ তাঁকে মাঠে নামাবেন কিনা সেটাই দেখার বিষয়।

তাজিকিস্তানের ক্লাব রাভশান বেশ শক্তিশালী দল। ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকায় এগিয়ে আছে রাভশান ক্লাব। ইউক্রেনের তিন ফুটবলার আছেন এই দলে। এছাড়া এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রয়েছেন দলে। তাজিকিস্তানের বড় চেহারার ফুটবলাররাও চ্যালেঞ্জে ফেলতে পারেন লিস্টন-শুভাশিসদের।

Next Article