AFC Cup 2022: শ্রীলঙ্কার ব্লু স্টারকে গোলের বন্যায় ভাসাল ফেরান্দোর টিম

এএফসি কাপের প্রথম ম্যাচেই গোলের মেজাজে এটিকে মোহনবাগান। শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ উড়িয়ে দিল জুয়ান ফেরান্দোর টিম। হুগো বোমাসের দুরন্ত ফুটবলই ফারাক গড়ে দিল। ১৯ এপ্রিল ঢাকা আবাহনীর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বাগানের।

AFC Cup 2022: শ্রীলঙ্কার ব্লু স্টারকে গোলের বন্যায় ভাসাল ফেরান্দোর টিম
যুবভারতীতে ফিরেই ৫ গোল বাগানের Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 10:12 PM

এটিকে মোহনবাগান-৫ : ব্লু স্টার-০ (কাউকো ২৪ ও ৩৮, মনবীর ২৯ ও ৮৯, উইলিয়ামস ৭৭)

কলকাতা: আর্থিক সঙ্কটে পড়ে রীতিমতো হাহাকার চলছে দেশ জুড়ে। সেই শ্রীলঙ্কা থেকে ব্লু স্টার (Blue Star) যে কলকাতা খেলতে এসেছিল, এটাই ছিল বড় খবর। তাদের ফুটবলের হালও দেশের মতোই। এএফসি কাপের (AFC Cup) ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে (ATK Mohun Bagan) ৫-০ হেরে গেল তারা। স্কোরলাইন ১০-০ কিংবা ১৫-০ হলেও অবাক হওয়ার কিছু ছিল না। প্রতিপক্ষ হিসেবে সেই অর্থে কোনও ছাপই রাখতে পারেননি নাসার, ফাহির, কাজাকোপানরা। সহজ আত্মসমর্পণ বললেও কমই বলা হয়। কলকাতার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবও বোধহয় এত দুর্বল টিম নয়। ১৯ এপ্রিল ঘরের মাঠে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচ রয়েছে সবুজ-মেরুনের। বাংলাদেশের ঢাকা আবাহনী কিন্তু শ্রীলঙ্কার মতো এত সহজ প্রতিপক্ষ যে হবে না, তা খুব ভালো করেই জানেন কোচ জুয়ান ফেরান্দো।

প্রায় দু’বছর পর আবার সমর্থকদের সামনে ফুটবল খেলতে নামল মোহনবাগান। সে দিক থেকে দেখলে, ৫ গোলের ম্যাচ থেকে তৃপ্তি নিয়ে ফিরলেন সমর্থকরা। প্রথমার্ধেই ম্যাচটা কার্যত শেষ করে ফেলেছিল জুয়ান ফেরান্দোর টিম। ৩-০ করে ফেলেছিল। জনি কাউকো ২৪ মিনিটে প্রথম গোল করেছিলেন। ৫ মিনিটের মধ্যে আবার ২-০ মনবীর সিংয়ের। শ্রীলঙ্কা টিমের ডিফেন্সের হাল যে অত্যন্ত খারাপ, সেটা তখনই বোঝা গিয়েছিল। কতক্ষণ হুগো বোমাস, মনবীর, ডেভিড উইলিয়ামসদের আটকে রাখতে পারে, সেটাই ছিল দেখার। ৩৮ মিনিটে আবার পেনাল্টি থেকে ৩-০ হয়ে যায়। গোল হয়তো পাননি, কিন্তু দুরন্ত ফুটবল খেলেন বোমাস। মাঝমাঠে বিধ্বংসী ফুটবল খেলেন তিনি। আর তাই সে ভাবে মাথাই তুলতে পারেনি ব্লু স্টার।

সারা ম্য়াচে মোহনবাগান ১৭টা গোলমুখী শট নিয়েছে। শ্রীলঙ্কা সেখানে মাত্র ৯টা শট নিতে পেরেছে। বল পজেশনের দিক থেকেই অনেকটা এগিয়ে ছিল সবুজ-মেরুন। অধিকাংশ সময়ই শ্রীলঙ্কান টিমের অর্ধেই খেলা হয়েছে। বিরতির পর কিছুটা চেষ্টা করেছিল শ্রীলঙ্কার ফুটবলাররা। কিন্তু বাগানের ডিফেন্স ভাঙতে পারেননি তাঁরা। ৭৭ মিনিটে আবার ৪-০ করে ফেলেন ডেভিড উইলিয়ামস। ৮৯ মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন মনবীর।

আরও পড়ুন : IPL 2022: ব্যাটে নয়, নাচে সুপার হিট ডেভিড ওয়ার্নার