অভিষেক সেনগুপ্ত
কান্নায় ভেঙে পড়েছেন তিনি। দু’হাতে মুখ ঢেকে কাঁদছেন। শেষ বাঁশি বেজেছে সদ্য। কয়েক মুহূর্তের জন্য বোধহয় নিশ্চল হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর পৃথিবীও। ভক্তদের দুনিয়াও। যে দৃশ্যের অপেক্ষায় কাটিয়েছেন এতগুলো বছর, যে স্বপ্ন ছুঁতে না পারার আক্ষেপ তাড়িয়ে বেড়িয়েছে, এতদিনে শাপমুক্তি হল লিওনেল মেসির (Lionel Messi)।
কতখানি পথ হাঁটলে তবে ট্রফি জেতা যায়? আর্জেন্টিনার (Argentina) কোপা (Copa America) জেতার পর এই প্রশ্নটা ফিরে আসছে বারবার। ১৯৯৩ সালে শেষবার কোপার মঞ্চে আলো হয়ে উঠেছিল নীল-সাদা জার্সি। ২৮ বছর পর আবার লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনা। এই দীর্ঘ অন্ধকার পথটুকুই বোধহয় একাই হেঁটেছেন মেসি। জার্মানির বিরুদ্ধে ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে হার। কোপার ফাইনালে উঠেও শেষ পর্যন্ত খেতাবের দরজা বন্ধ হয়ে যাওয়া। যন্ত্রণাবিদ্ধ মেসি নিজেও বোধহয় খুঁজছিলেন মুক্তির আকাশ। রবিভোরে সাফল্যের দুনিয়া হয়ে উঠল একমুঠো মারাকানা।
তিনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। মেসি ছুটছেন। তাঁর পিছন পিছন ছুটছে পুরো টিম। সমস্ত রোসারিও। পুরো আর্জেন্টিনা। গোটা বার্সেলোনা। বোধহয় আস্ত পৃথিবীটাই। যে মারাকানা একবার ফিরিয়ে দিয়েছিল মেসিকে, সেই মারাকানাই ভরিয়ে দিল। চিলি, উরুগুয়ে, কলম্বিয়া হলে মেসির কোপা জয়ে এত তৃপ্তি মিশে থাকত না। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে মেসি আর নীল-সাদা আবার ফিরল আলোয়।
টুকরো টুকরো ছবিই আসলে মনে থেকে যায় চিরকাল। ওই যে ম্যাচের পর ভিডিয়ো কলে স্ত্রী আন্তোনেলা রোকুজ়োর সঙ্গে সেলিব্রেশন। অকল্পনীয় তৃপ্তি নিয়ে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পদক দেখানো মেসি যেন শিশুর মতো। হাসছেন, আনন্দে লাফাচ্ছেন। ট্রফি নিয়ে পোডিয়ামে দাঁড়ানো ওই মেসিকে কি আগে কখনও দেখেছে ফুটবল বিশ্ব? যেন তৃপ্ত বাবা পরম আদরে ভরিয়ে দিচ্ছেন কোপার ট্রফিটা। ড্রেসিংরুমে ট্রফি নিয়ে উদ্দাম নৃত্যের মেসি পার্টি মোডে, সেলিব্রেশনের ঝাঁঝে হারিয়ে গিয়েছেন।
ক্লাব আর দেশ— চিরকাল দু’রকম মেসিকে দেখছে তাঁর ভক্তরা, ফুটবল দুনিয়া। বার্সেলোনার মেসি মানে সাফল্যের জোয়ার। ব্যালন ডি’ওরে ভর্তি শোকেস। বার্সার হয়ে এমন কোনও ট্রফি নেই, যা জেতেননি। কিন্তু দেশের হয়ে? ১৫ বছরের কেরিয়ারে শুধুই শূন্যতা। সেই অপ্রাপ্তি মিটিয়ে দিলেন মেসি। বাঁ পায়ের জাদুতে মুগ্ধতা ছিল। আরও বেড়ে গেল রবিভোর থেকে। ড্রিবল, ফ্রি কিকে মোহগ্রস্থ ছিল দুনিয়া, আরও বেড়ে গেল। যন্ত্রণা কমল ঠিকই, কিন্তু আর্তিও বাড়ল।
মেসি, এবার বিশ্বকাপটাও চাই। রবিভোর থেকে এলএম টেনকে নিয়ে তৈরি হয়ে গেল নতুন আব্দার।
আরও পড়ুন: COPA AMERICA FINAL 2021 : ‘দেখো এটা কি !’ মারকানার মাঝে স্ত্রীকে ভিডিও কল মেসির