কলকাতা: আই লিগে নতুন পাঁচটি ক্লাবকে খেলতে দেখা যাবে। শুধু তাই নয়, ফিরছে ঐতিহ্যশালী ফেডারেশন কাপও। এ দিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভা হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। কয়েক মাস আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি প্রকল্প নিয়েছিল, ‘ভিশন ২০৪৭’। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তারই একটা অংশ এই সিদ্ধান্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতবর্ষের ঐতিহ্যশালী এবং প্রিমিয়ার কাপ কম্পিটিশন ফেডারেশন কাপ। দীর্ঘ ছ’বছর পর অবশেষে ফিরছে এই প্রতিযোগিতা। ২০২৩-২০২৪ মরসুমে হবে ফেড কাপ। বেঙ্গালুরুতে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সভা হয়েছে এদিন। আগেই ঠিক হয়েছিল, আই লিগে কর্পোরেট টিম থাকবে। বেশ কিছু সংস্থা টেন্ডার জমা দিয়েছিল। এর মধ্যে কলকাতার একটি সংস্থাও ছিল। ফেডারেশনের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পাঁচটি নতুন দল দেখা যাবে আই লিগে। যে সংস্থাগুলি বিডে দল পেয়েছে- ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড (বারাণসী), নমধরী সিডস প্রাইভেট লিমিটেড (পঞ্জাব), নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভেলোপমেন্ট প্রাইভেট লিমিটেড (বেঙ্গালুরু), কনক্যাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাইসরি প্রাইভেট লিমিটেড (দিল্লি), বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড (অম্বালা, হরিয়ানা)।
সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন, ‘এমন একটা দিনে আমরা সভা করলাম, যখন সিনিয়র দল ফাইনালের প্রস্তুতি নিচ্ছে। শক্তিশালী দুটি টিমও ছিল। তবে ভারতীয় দল ফাইনালে জায়গা করে নিয়েছে। নবম ট্রফির লক্ষ্যে নামছে ভারত। এর থেকেই প্রমাণিত, ভারতীয় ফুটবল উন্নতি করছে। পরপর টুর্নামেন্ট জিতে ফিফা ক্রমতালিকায় একশোয় আসতে পেরেছে। ভারতীয় ফুটবল সঠিক পথেই এগোচ্ছে।’
ফেডারেশন কাপ ফেরায় ভারতীয় ফুটবলে প্রাণ ফিরবে বলেই মনে করা হচ্ছে। তেমনই আই লিগে নতুন পাঁচটি দল আসায় প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হবে। যা আখেরে ভারতীয় ফুটবলের জন্য ইতিবাচক দিক হতে পারে।