Anwar Ali Transfer Saga: আনোয়ার জট অব্যাহত, শনিবার ফের শুনানি

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 13, 2024 | 4:16 PM

ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির রায়কে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি আর আনোয়ার আলি। শুক্রবারের শুনানির দিকে নজর ছিল ফুটবলপ্রেমীদের। ইস্টবেঙ্গল, ফেডারেশন আর মোহনবাগানের আইনজীবীদের বক্তব্য শোনার পর দিল্লি আদালত শনিবার ফের শুনানির দিন ধার্য করে।

Anwar Ali Transfer Saga: আনোয়ার জট অব্যাহত, শনিবার ফের শুনানি
Anwar Ali Transfer Saga: আনোয়ার জট অব্যাহত, শনিবার ফের শুনানি

Follow Us

কলকাতা: আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে ফের নাটকীয় মোড়! সাম্প্রতিককালে ময়দানের অন্যতম আলোচ্য বিষয়। ভারতীয় দলের তারকা ডিফেন্ডারকে নিয়ে দড়ি টানাটানি চলছেই। জট কেটেও কাটছে না। আজকের দিনে দাঁড়িয়েও আনোয়ার কোন দলের ফুটবলার তা নির্দিষ্ট করে বলা মুসকিল। শুক্রবার দিল্লি আদালতের মন্তব্যে এমনটাই অন্তত বলা যেতে পারে। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি আদালতে মামলা করে ইস্টবেঙ্গল। একই সঙ্গে আনোয়ার আলি এবং দিল্লি ফুটবল ক্লাবের তরফ থেকেও মামলা দায়ের করা হয়। কয়েকদিন আগেই ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটি আনোয়ার আলিকে চার মাসের নির্বাসনে পাঠায়। একই সঙ্গে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসিকে ২ উইন্ডো ট্রান্সফার ব্যান করে। এমনকি জরিমানাও করা হয় ইস্টবেঙ্গলকে। ১২.৯ কোটি টাকা জরিমানা করা হয় তিন পক্ষকেই। আর ওই টাকার দাবিদার মোহনবাগান।

ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির রায়কে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি আর আনোয়ার আলি। শুক্রবারের শুনানির দিকে নজর ছিল ফুটবলপ্রেমীদের। ইস্টবেঙ্গল, ফেডারেশন আর মোহনবাগানের আইনজীবীদের বক্তব্য শোনার পর দিল্লি আদালত শনিবার ফের শুনানির দিন ধার্য করে।

ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির রায়ে অ্যাপিল করার জায়গা কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে ইস্টবেঙ্গলের আইনজীবী। ফেডারেশনের আইনজীবীর তরফ থেকে তখন বলা হয়, এআইএফএফের আইন অনুযায়ী ১০ দিনের মধ্যে অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে। আদালতের বিচারপতি তত্‍ক্ষণাত নির্দেশ দেন, ভারতের অনুযায়ী এখন থেকেই ইস্টেঙ্গলকে অ্যাপিল করার সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে ফেডারেশনের নিজস্ব আইন খাটবে না। এমনকি প্লেয়ারস স্ট্যাটাস কমিটির রায়কেও খারিজ করে দেয় দিল্লি আদালত। এই সুযোগেই মোহনবাগানের আইনজীবী পাল্টা সওয়াল করেন। আনোয়ারকে ছাড়পত্র দেওয়ার জন্য মোহনবাগানকে নির্দেশ দিয়েছিল প্লেয়ারস স্ট্যাটাস কমিটি। পিএসসির এই রায়কেও খারিজ করার আবেদন জানায় মোহনবাগান। বিচারপতি ততক্ষণাৎ প্লেয়ারস স্ট্যাটাস কমিটির সেই রায়কেও খারিজ করে দেন।

এতেই বিষয়টা আরও জটিল হয়ে দাঁড়ায়। শনিবার আরেক দফার শুনানি। এই মুহর্তের জন্য আনোয়ার আলির ভাগ্য ফের সুতোয় ঝুলছে। শনিবার দিল্লি আদালতের রায়ের উপর অনেক কিছু নির্ভর করছে। ফেডারেশনের প্লেয়ারস স্ট্যাটাস কমিটির এনওসি দেওয়ার রায়কে আদালত খারিজ করে দেওয়ায় বরং আরও চাপ বাড়ল ইস্টবেঙ্গলের।

Next Article