Leo Messi : মেসিকে রেখেই প্রাক বিশ্বকাপের টিম ঘোষণা আর্জেন্টিনা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 28, 2021 | 5:37 PM

কোপা জেতার পর থেকে মেসিকে (Messi) নিয়ে উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনা (Argentina) জার্সিতে এ বারের বিশ্বকাপটাও (World Cup) তিনি জেতার জন্য মরিয়া।

Leo Messi : মেসিকে রেখেই প্রাক বিশ্বকাপের টিম ঘোষণা আর্জেন্টিনা
চোট থাকলেও আর্জেন্তিনা দলে লিও। সৌজন্যে-টুইটার

Follow Us

বুয়েনস আইরেস: তাঁর হাঁটুর চোট নিয়ে আলোচনার শেষ নেই। প্যারিস সাঁজার (PSG) কোচ মোরিসিও পোচেত্তিনি সব সংশয় মিটিয়ে বলেছেন, ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসি (Messi)। তারই মধ্যে আবার আর্জেন্টিনা (Argentina) প্রাক বিশ্বকাপে (pre worldcup) তিনটে ম্যাচের টিম (team) ঘোষণা করে দিল। তাতে মেসি রয়েছেন।

৭ অক্টোবর প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ। ১০ অক্টোবর খেলা লুইস সুয়ারেজের উরুগুয়ের বিরুদ্ধে। ১৪ অক্টোবর ঘরের মাঠে খেলা পেরুর বিরুদ্ধে। লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা পর্বের টেবলে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের পয়েন্ট ১৮। ২৪ পয়েন্ট নিয়ে একে ব্রাজিল। এমনিতেই কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এই তিনটে ম্যাচ জিতলে আরও নিশ্চিত করে ফেলবেন মেসিরা।

কোপা জেতার পর থেকে মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের জার্সিতে এ বারের বিশ্বকাপটাও তিনি জেতার জন্য মরিয়া। আর্জেন্টিনা টিম হিসেবে খারাপ খেলছে না।

পুরো টিম: ফ্রাঙ্কো, এমিলিয়ানো, মুসো, আন্দ্রাদা, মন্তেলি, মোলিনা, ফয়েথ, কোয়ার্তা, পিজাল্লা, রোমেরো, ওতামেন্দি, লিসান্দ্রো, আকুনা, নিকোলাস, রদ্রিগো, পালাকিওস, পারেদেস, রদ্রিগেজ, দমিনগেজ, জিওভান্নি, আলেহান্দ্রো, দি মারিয়া, আলারিও, দিবালা, মেসি, মার্তিনেজ, কোরেয়া, জোয়াকিন, নিকোলাস, জুলিয়ান।

 

আরও পড়ুন: European Super League: বার্সা-রিয়াল-জুভের বিরুদ্ধে পিছু হঠল উয়েফা

আরও পড়ুন: UEFA Champions League: আজ রাতে গুরু-শিষ্যের লড়াই

Next Article