Argentina vs Croatia, FIFA WC Semi Final Highlights : ফুলটাইম : ক্রোয়েশিয়াকে ৩-০ হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 14, 2022 | 2:53 AM

ARG vs CRO FIFA world cup live updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia) সেমিফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Argentina vs Croatia, FIFA WC Semi Final Highlights : ফুলটাইম : ক্রোয়েশিয়াকে ৩-০ হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
Image Credit source: OWN Photograph

Follow Us

লুসেইল : লিও, লুসেইল, লুকা। লোভনীয় একটা ম্য়াচের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মেসির জন্য প্রস্তুত ছিল ক্রোয়েশিয়া শিবির। নানা পরিকল্পনাও প্রস্তুত ছিল তাদের। তবে কোনও পরিকল্পনাই টিকল না। কারণ ওই যে, মেসি আর একা নন। মেসির কাঁধে কাঁধ মেলাতে এই দলে বাকিরাও রয়েছেন। এ দিন মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোলে ভূমিকা রয়েছে জুলিয়ান আলভারেজের। তাঁর সৌজন্যেই পেনাল্টি। আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। আর তৃতীয় গোলে মেসির ম্যাজিকাল পাস থেকে জুলিয়ানের গোল। গত ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে জোড়া গোল খাওয়া চিন্তায় রেখেছিল আর্জেন্টিনা ভক্তদের। এ দিন কোনও বিপর্যয় হতে দেয়নি সতর্ক আর্জেন্টিনা। লুকা মদ্রিচ বনাম লিও মেসি। শেষ হাসি মেসির। লুসেইলে ফাইনালে খেলবে মেসির দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হবে আগামিকাল। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Dec 2022 02:41 AM (IST)

    এক নজরে

    • প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা।
    • লিও মেসির পেনাল্টি গোল, জুলিয়ান আলভারেজের জোড়া গোল।
    • পেনাল্টি নিয়ে বিতর্ক। তবে ফাইনাল স্কোরলাইন আর্জেন্টিনার পক্ষে ৩-০।
    • লুকা মদ্রিচের বিশ্বকাপ থেকে বিদায়।
    • ষষ্ঠবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা।
  • 14 Dec 2022 02:08 AM (IST)

    আর্জেন্টিনা গ্যালারি মুড…


  • 14 Dec 2022 01:19 AM (IST)

    রোনাল্ডিনহো…

    জুলিয়ান আলভারেজের সোলো রান এবং গোলে হাততালি ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহোর।

  • 14 Dec 2022 01:13 AM (IST)

    অনবদ্য় লিভাকোভিচ

    অল্পের জন্য ৩-০ হল না। ম্যাক অ্যালিস্টারের অনবদ্য হেড, বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লিভাকোভিচ। বিপদ কাটেনি ক্রোয়েশিয়ার। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের পথে।

  • 14 Dec 2022 01:11 AM (IST)

    মেসি একা নন…

    মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গেলে জুলিয়ান আলভারেজ। সোসা বল ক্লিয়ারের চেষ্টা করেন। ঠিকঠাক পারেননি। বল দখলে থাকে জুলিয়ানেরই। সোলো রান, গোল। আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দিলেন আলভারেজ।

  • 14 Dec 2022 01:02 AM (IST)

    পেনাল্টি

    জুলিয়ান আলভারেজের দৌড়। রক্ষণ কেটে গিয়েছে। আলভারেজকে আটকাতে এগিয়ে আসেন গোলকিপার লিভাকোভিচ। আর্জেন্টিনার পেনাল্টি। লিও মেসি প্রস্তুত। এবং গোল। বিশ্বকাপের মঞ্চে মোট গোল সংখ্যা দাঁড়াল ১১। আর্জেন্টিনার কিংবদন্তি গ্য়াব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে গেলেন মেসি। লুসেইলে ৪ ম্যাচে এ ৪ গোল মেসির। সবমিলিয়ে এ বারের বিশ্বকাপে পঞ্চম। গোল্টেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের সঙ্গে গোল সংখ্যায় সমান মেসি।

  • 14 Dec 2022 01:01 AM (IST)

    এনজো-লিভাকোভিচ

    প্রথম ৩০ মিনিটে আর্জেন্টিনার একটাই আত্মবিশ্বাসী শট। এনজো ফার্নান্ডেজের শট ডাইভে বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লিভাকোভিচ।

  • 14 Dec 2022 12:41 AM (IST)

    প্রতিরোধ…

    প্রথম ১০ মিনিট অতিক্রান্ত। দু-দলের কাছেই মূলত প্রতিরোধের ১০ মিনিট। গোল করার পরিকল্পনা পরে, গোল খাওয়া যাবে না কোনওমতেই।

  • 14 Dec 2022 12:28 AM (IST)

    বল পায়ে কে এমন আলো ছড়াবেন?

  • 14 Dec 2022 12:21 AM (IST)

    টিম…

  • 14 Dec 2022 12:19 AM (IST)

    ক্রোয়েশিয়ার নায়ক…

  • 14 Dec 2022 12:16 AM (IST)

    ভরসা?

    কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকার। এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাত প্রথম দুটি শট আটকে দিয়েছিলেন। আর্জেন্টিনা সমর্থকদের ভরসা এমিই।

     

  • 14 Dec 2022 12:12 AM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ কে খেলেছেন? উত্তরটা হয়তো আপনারও জানা। জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউজ। লিও মেসি আজ তাঁর সেই ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করছেন।

     

  • 14 Dec 2022 12:06 AM (IST)

    ক্রোয়েশিয়ার পাল্লা ভারী!

  • 13 Dec 2022 11:58 PM (IST)

    রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষায় ‘নিরপেক্ষ’!

  • 13 Dec 2022 11:55 PM (IST)

    লুসেইলে লুকার লুক…

  • 13 Dec 2022 11:52 PM (IST)

    ক্রোয়েশিয়া একাদশ…

    আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম একাদশ-লিভাকোভিচ, পেরিসিচ, লভরেন, কোভাসিচ, ক্রামারিচ, মদ্রিচ, ব্রোজোভিচ, পাসালিচ, সোসা, গুয়ার্দিওল, জুরানোভিচ

     

  • 13 Dec 2022 11:49 PM (IST)

    প্রথম একাদশ…

    প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। লিও মেসির দলের কার্ড সমস্যা। দেখে নিন আর্জেন্টিনার প্রথম একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, আনজো ফার্নান্ডেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ

     

  • 13 Dec 2022 11:44 PM (IST)

    লুসেইল এবং লিও…

    কাতার বিশ্বকাপে ৪টি গোল করেছেন মেসি। তার তিনটি গোলই লুসেইল স্টেডিয়ামে। আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি। সব মিলিয়ে লুসেইলে লিও ম্যাজিক কি সময়ের অপেক্ষা?

     

  • 13 Dec 2022 11:41 PM (IST)

    স্বপ্নের সওদাগর…

    মারাদোনার পর আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্নের সওদাগর মেসি…। কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবেন তিনি। আর গ্যালারিতে…

     

  • 13 Dec 2022 11:40 PM (IST)

    স্টেডিয়ামে মারাদোনা…

    কিংবদন্তির মৃত্যু হয় না। মারাদোনা প্রয়াত হলেও তাঁর উপস্থিতি প্রত্যেকটা ম্যাচে। লুসেইলের গ্যালারিতেও…

  • 13 Dec 2022 11:36 PM (IST)

    লুসেইলের লড়াইয়ে স্বাগত…

    লুসেইল, লিও মেসি, লুকা মদ্রিচ। এই লুসেইল স্টেডিয়ামেই ফাইনাল। তবে সেই ম্যাচের জন্য প্রথম কোন দল যোগ্যতা অর্জন করবে! তারই লড়াই শুরু লুসেইল স্টেডিয়ামেই। আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, প্রথম সেমিফাইনাল, TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত।