লুসেইল : লিও, লুসেইল, লুকা। লোভনীয় একটা ম্য়াচের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মেসির জন্য প্রস্তুত ছিল ক্রোয়েশিয়া শিবির। নানা পরিকল্পনাও প্রস্তুত ছিল তাদের। তবে কোনও পরিকল্পনাই টিকল না। কারণ ওই যে, মেসি আর একা নন। মেসির কাঁধে কাঁধ মেলাতে এই দলে বাকিরাও রয়েছেন। এ দিন মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোলে ভূমিকা রয়েছে জুলিয়ান আলভারেজের। তাঁর সৌজন্যেই পেনাল্টি। আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। আর তৃতীয় গোলে মেসির ম্যাজিকাল পাস থেকে জুলিয়ানের গোল। গত ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে জোড়া গোল খাওয়া চিন্তায় রেখেছিল আর্জেন্টিনা ভক্তদের। এ দিন কোনও বিপর্যয় হতে দেয়নি সতর্ক আর্জেন্টিনা। লুকা মদ্রিচ বনাম লিও মেসি। শেষ হাসি মেসির। লুসেইলে ফাইনালে খেলবে মেসির দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হবে আগামিকাল। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
অল্পের জন্য ৩-০ হল না। ম্যাক অ্যালিস্টারের অনবদ্য হেড, বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লিভাকোভিচ। বিপদ কাটেনি ক্রোয়েশিয়ার। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের পথে।
মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গেলে জুলিয়ান আলভারেজ। সোসা বল ক্লিয়ারের চেষ্টা করেন। ঠিকঠাক পারেননি। বল দখলে থাকে জুলিয়ানেরই। সোলো রান, গোল। আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দিলেন আলভারেজ।
জুলিয়ান আলভারেজের দৌড়। রক্ষণ কেটে গিয়েছে। আলভারেজকে আটকাতে এগিয়ে আসেন গোলকিপার লিভাকোভিচ। আর্জেন্টিনার পেনাল্টি। লিও মেসি প্রস্তুত। এবং গোল। বিশ্বকাপের মঞ্চে মোট গোল সংখ্যা দাঁড়াল ১১। আর্জেন্টিনার কিংবদন্তি গ্য়াব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে গেলেন মেসি। লুসেইলে ৪ ম্যাচে এ ৪ গোল মেসির। সবমিলিয়ে এ বারের বিশ্বকাপে পঞ্চম। গোল্টেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপের সঙ্গে গোল সংখ্যায় সমান মেসি।
?? Argentina’s new all-time leading goalscorer at the #FIFAWorldCup pic.twitter.com/kZkMG2BxW3
— FIFA World Cup (@FIFAWorldCup) December 13, 2022
প্রথম ৩০ মিনিটে আর্জেন্টিনার একটাই আত্মবিশ্বাসী শট। এনজো ফার্নান্ডেজের শট ডাইভে বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক লিভাকোভিচ।
প্রথম ১০ মিনিট অতিক্রান্ত। দু-দলের কাছেই মূলত প্রতিরোধের ১০ মিনিট। গোল করার পরিকল্পনা পরে, গোল খাওয়া যাবে না কোনওমতেই।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকার। এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বস্ত হাত প্রথম দুটি শট আটকে দিয়েছিলেন। আর্জেন্টিনা সমর্থকদের ভরসা এমিই।
বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ কে খেলেছেন? উত্তরটা হয়তো আপনারও জানা। জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউজ। লিও মেসি আজ তাঁর সেই ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করছেন।
আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম একাদশ-লিভাকোভিচ, পেরিসিচ, লভরেন, কোভাসিচ, ক্রামারিচ, মদ্রিচ, ব্রোজোভিচ, পাসালিচ, সোসা, গুয়ার্দিওল, জুরানোভিচ
Introducing #Croatia starting lineup for the #FIFAWorldCup semifinals! ? #ARGCRO #Qatar2022 #Family #Vatreni❤️? pic.twitter.com/xHABQ2aDju
— HNS (@HNS_CFF) December 13, 2022
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। লিও মেসির দলের কার্ড সমস্যা। দেখে নিন আর্জেন্টিনার প্রথম একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, আনজো ফার্নান্ডেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ
??⚽️?? ¡Así saldrá @Argentina! Los elegidos por Lionel Scaloni para jugar la semifinal de la #FIFAWorldCup contra Croacia. #CreeEnTuContinente pic.twitter.com/zHBHaO3Qz9
— CONMEBOL.com (@CONMEBOL) December 13, 2022
কাতার বিশ্বকাপে ৪টি গোল করেছেন মেসি। তার তিনটি গোলই লুসেইল স্টেডিয়ামে। আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি। সব মিলিয়ে লুসেইলে লিও ম্যাজিক কি সময়ের অপেক্ষা?
মারাদোনার পর আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্নের সওদাগর মেসি…। কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবেন তিনি। আর গ্যালারিতে…
কিংবদন্তির মৃত্যু হয় না। মারাদোনা প্রয়াত হলেও তাঁর উপস্থিতি প্রত্যেকটা ম্যাচে। লুসেইলের গ্যালারিতেও…
লুসেইল, লিও মেসি, লুকা মদ্রিচ। এই লুসেইল স্টেডিয়ামেই ফাইনাল। তবে সেই ম্যাচের জন্য প্রথম কোন দল যোগ্যতা অর্জন করবে! তারই লড়াই শুরু লুসেইল স্টেডিয়ামেই। আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া, প্রথম সেমিফাইনাল, TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত।