মারগাও: সুনীলদের কাছে মুম্বইয়ের হারে ডার্বির আগে যেন আরও চার্জড আপ মোহনবাগান। লিগ শীর্ষে থেকেই বড় ম্যাচে নামছেন রয় কৃষ্ণারা। ডার্বির থেকেও হাবাসের দলকে তাতাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার হাতছানি। পরের তিনটে ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেলেই প্রথমবার এসিএলে খেলার যোগ্যতা অর্জন করবে সবুজ-মেরুন।
দলের অন্যতম সেরা ভরসা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বলছেন, ‘লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে লিগ শীর্ষে থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে এই ম্য়াচ জিততেই হবে।’ আইএসএলে এখনও পর্যন্ত ন’টা ম্যাচে ক্লিনশিট রেখেছেন অরিন্দম। বড় ম্যাচে অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বাঙালি এই গোলকিপার। অরিন্দম বলছেন, ‘আমাদের কোনও চাপ নেই। চাপ থাকছে পিলকিংটনদের ওপরই। কারণ, ওদের প্লে অফে যাওয়ার সুযোগ নেই। তাই ডার্বিতে ভাল কিছু করতে মরিয়া হবে ওরা। তবে আমরাও তৈরি। লেনি-মার্সেলিনহো যোগ দেওয়ায় দল অনেক শক্তিশালী। ‘
17 games in, the boys in Green & Maroon sit on top of the #HeroISL table! ?❤️
But we’ve got 3 big games coming up. ⏳
Let’s stay focused, #Mariners! ??#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/0BEDS2Kmrk— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 16, 2021
আরও পড়ুন:ডার্বিতে ব্রাইটই ‘এক্স’ ফ্যাক্টর
প্রীতম কোটাল অবশ্য মনে করেন, প্রথম পর্বে জিতলেও, ফিরতি পর্বে জেতা মোটেই সহজ হবে না। কারণ, দু’দলেই অনেক পরিবর্তন হয়েছে। তারকা সাইডব্যাক বলছেন, ‘ইস্টবেঙ্গল এখন অনেক সংগঠিত। ওদের দলে গোল করার জন্য যেমন ব্রাইট আছে, আমাদেরও রয় কৃষ্ণা আছে। রয়কে গতবারের থেকেও বেশি ঝকঝকে লাগছে।’
ডার্বিতে তাঁদের ওপর যে কোনও চাপ নেই, তা পরিষ্কার করে দিচ্ছেন প্রীতম। ‘সবুজ-মেরুন জার্সি পরে এই ম্যাচ অনেক খেলেছি। সদস্য-সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব কী তা জানি। লিগ শীর্ষে থেকে বড় ম্যাচ খেলতে নামছি। কোনও চাপ নেই। যে রকম খেলছি, সেরকম খেললেই জিতে যাব।’
আরও পড়ুন:মোতেরা থেকেই ‘মাঠে’ ফিরবেন সৌরভ
ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শুভাশিস বসুও। বাগান মিডফিল্ডারের কথায়, ‘লিগ শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করতে হলে ইস্টবেঙ্গল ম্যাচ জিততেই হবে। আমাদের রক্ষণ থেকে আক্রমণ, যা শক্তি তাতে নিজেদের খেলাটা খেলতে পারলে ডার্বি জিততে অসুবিধা হবে না।’