Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: সৌদি ম্যাচের আগে সর্দি-জ্বরে আক্রান্ত ভারতীয় ফুটবলাররা

India vs Saudi Arabia Match Preview: এশিয়ান গেমসে ১৯৮২ সালে দিল্লিতে শেষ বার সৌদি আরবের মুখোমুখি হয়েছিল ভারত। সে বার সৌদির কাছে ০-১ গোলে হারে ভারত। ৪১ বছর পর কি অঘটন ঘটাতে পারবে ভারত? ফিফা ক্রমতালিকায় সৌদি অনেক এগিয়ে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মতো টিমকে হারিয়ে চমকে দিয়েছিল। এশিয়ান গেমসে এই ম্যাচ যে সহজ হবে না, ভালোই জানেন সুনীল ছেত্রীরা। তাও তৈরি হচ্ছেন অঘটন ঘটানোর জন্য।

Asian Games 2023: সৌদি ম্যাচের আগে সর্দি-জ্বরে আক্রান্ত ভারতীয় ফুটবলাররা
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 8:00 AM

হানঝাউ: বৃহস্পতিবার এশিয়ান গেমসের (Asian Games 2023, Football) শেষ ষোলোর ম্যাচে সৌদি আরবের সামনে ভারতীয় ফুটবল (India vs Saudi Arabia) দল। কঠিন প্রতিপক্ষের সামনে সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ১৩ বছর পর এশিয়াডের নক আউটে পৌঁছেছে ভারত। সৌদি ম্যাচের আগে নানা সমস্যায় ব্লু টাইগার্স। দলে বেশ কয়েকজন ফুটবলারের সর্দি জ্বর হয়েছে। এমনকি পেটের সমস্যাতেও ভুগছেন এক ফুটবলার। ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকায় কয়েক ধাপ এগিয়ে থাকা সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামার আগে যা মাথাব্যথা বাড়িয়েছে কোচ ইগর স্টিমাচের (Igor Stimac)। যদিও হাল ছাড়তে নারাজ সুনীলরা। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে মরিয়া। কোনও রকম প্রস্তুতি ছাড়াই এশিয়াডে খেলতে গিয়েছে ভারত। এমনকি দলের ফুটবলারদের মধ্যেও সে ভাবে কোনও বোঝাপড়া নেই। চিনের কাছে প্রথম ম্যাচেই ১-৫ গোলে হারতে হয় সুনীলদের। বাংলাদেশকে হারালেও, মায়ানমারের কাছে আটকে যায় ভারত। ৫ দিনের ব্যবধানে তিনটে ম্যাচ খেলতে হয়। সৌদি ম্যাচের আগে অবশ্য অনুশীলনের জন্য ২দিন সময় পায় ভারতীয় ফুটবল দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফিফা ক্রমতালিকায় ৫৭ নম্বরে রয়েছে সৌদি আরব। এমনকি কাতারে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকেও দিয়েছিল এশিয়ান জায়ান্টরা। সেই শক্তিশালী দলের বিরুদ্ধেই এবার খেলতে হবে সুনীলদের। ফিফা ক্রমতালিকায় ১০২ নম্বরে আছে ভারত। দলনায়ক সুনীল ছেত্রী মাঠে নামার আগে বলছেন, ‘পুরো দল হিসাবে লড়তে চাই। আমাদের চেয়ে ওরা অনেক শক্তিশালী। সেই মতোই আমাদের প্ল্যানিং তৈরি হয়েছে। ওদের খেলার ভিডিয়ো ফুটেজ দেখেছি। অনেকগুলো ফর্মেশনে খেলে ওরা। আমাদের কোচ সেটাই দেখাচ্ছে কিভাবে ওদের আটকাতে হবে।’

এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা থেকে সুনীল বলেন, ‘মিশ্র অভিজ্ঞতা রয়েছে। তবে এখন আমরা নক আউটে কোয়ালিফাই করেছি। এটা আমাদের জন্য ভালো দিক। তবে আমাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা সামলানো মোটেই সহজ ছিল না। তবে এখন আমরা সে সব ভুলে সৌদি ম্যাচ নিয়েই ভাবছি।’

সুনীল এও বলেন, ‘এই দলে এমন অনেকে রয়েছে যারা এ ধরনের টুর্নামেন্ট আগে কখনও খেলেনি। এমনকি এরকম পরিবেশের সঙ্গেও অভ্যস্থ নয়। তবুও সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা কম। ওরা আমাদের ইচ্ছেশক্তির সঙ্গে পাল্লা দিয়ে দেশের জন্য কিছু করতে উদগ্রীব হয়ে আছে।’

কোচ ইগর স্টিমাচ বলেন, ‘এটা আমার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। এগুলোকে সামলাতে ভালোবাসি। আমি কখনও ভয় পাই না। বৃহস্পতিবারও আলাদা কিছু হবে না। দলে কোনও চোট আঘাত না থাকলেও, অনেকে সর্দি জ্বরে ভুগছে। একজন পেটের সমস্যায় ভুগছে। আমাদের বিরুদ্ধে সৌদির অতীতের রেকর্ড যাইই থাক, আমরা অবাক করতে প্রস্তুত। ছেলেরা তৈরি নিজেদের সেরাটা দিতে।’ এশিয়ান গেমসে ১৯৮২ সালে দিল্লিতে শেষ বার সৌদি আরবের মুখোমুখি হয়েছিল ভারত। সে বার সৌদির কাছে ০-১ গোলে হারে ভারত।