FIFA World Cup2022: পর্তুগাল মানে কি শুধুই রোনাল্ডো?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 18, 2022 | 9:15 AM

Cristiano Ronaldo : সম্প্রতি বোমা ফাটিয়েছেন একটি সাক্ষাৎকারে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে ঠকিয়েছে, এমনটাই জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার তাঁর পুরো ফোকাস বিশ্বকাপে।

FIFA World Cup2022: পর্তুগাল মানে কি শুধুই রোনাল্ডো?
Image Credit source: twitter

Follow Us

কলকাতা : কাতার বিশ্বকাপে মাঠে নামবেন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু তাঁর সাম্প্রতিক পরিস্থিতি চাপে রেখেছে। সম্প্রতি বোমা ফাটিয়েছেন একটি সাক্ষাৎকারে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) তাঁকে ঠকিয়েছে, এমনটাই জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার তাঁর পুরো ফোকাস বিশ্বকাপে। একটাই লক্ষ্য, পর্তুগালের (Portugal) বিশ্বকাপ জয়। তবে পর্তুগাল মানে কি শুধুই রোনাল্ডো? বিশ্লেষণে TV9 Bangla

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম দলে জায়গা পাচ্ছিলেন না। রিজার্ভ বেঞ্চে বসে থাকার মতো বিরল ঘটনা দেশের হয়ে খেলার সময়েও ঘটেছে। তার কারণই হল, রোনাল্ডোর আলো থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মে ফোকাস করতে চাইছেন কোচ ফের্নান্দো স্যান্টোস। বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্সের মতো তরুণদের তুলে ধরতে চাইছেন তিনি। ক্লাব টিমের হয়ে এখন নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন তাঁরা। তাই পর্তুগাল মানে যে শুধুই রোনাল্ডো নন, তা প্রমাণ করে দিয়েছেন কোচ স্যান্টোস।

ক্লাবে নিয়মিত সুযোগ না পাওয়া ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কেন জাতীয় দলে নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ইপিএলের কোচ। পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস অবশ্য সে সব পাত্তা দিতে রাজি নন। এই দলটায় রোনাল্ডোর থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কতটা তিনি জানেন। ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আগের চারটি বিশ্বকাপের মূলপর্বেই অন্তত একটা গোল করেছেন সিআর সেভেন। শেষ কয়েক বছরে দলটা একবার ইউরোপ সেরা হয়েছে, একবার নেশন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তাই অনেকে পর্তুগালকে ফেভারিটের তালিকায় না রাখলেও, তারা কিন্তু অনেককে চমক দিতে পারে। তবে চোটের কারণে নির্ভরযোগ্য তারকা দিয়েগো জোতার না থাকা কিছুটা ভোগাতে পারে পর্তুগিজদের।

Next Article