পানাজি: এএফসি কাপ (AFC Cup) অতীত। নজরে এ বার আইএসএল (ISL)। দেশের সেরা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিতে নেমে পড়ল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ থেকেই অনুশীলন শুরু হাবাসের দলের। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানে এফসি নাসাফের কাছে হাফডজন গোল হজম করেছিলেন অমরিন্দররা। এর পর কম সমালোচনা সইতে হয়নি হাবাসকে। তবে ব্যর্থতা ভুলে আসন্ন আইএসএল জিতে সমস্ত গ্লানি মুছতে মরিয়া প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা।
নতুন অনুশীলন জার্সি পরেই প্র্যাকটিস করলেন প্রীতমরা। রয় কৃষ্ণাদের নতুন অনুশীলন জার্সি বেশ মনে ধরেছে সমর্থকদেরও। গত বছর গোয়ার বেনোলিনেই আইএসএলের প্রস্তুতি করেছিল এটিকে মোহনবাগান। এ বারও সেই ডেরাতেই আছেন হাবাসের ছেলেরা। আজ বিকেলে মাঠে নেমে হালকা গা ঘামান প্রবীর, অমরিন্দররা। মূলত ফিটনেস অনুশীলনেই নজর দিলেন হাবাস। বুধবারই মাদ্রিদ থেকে পুরো কোচিং স্টাফ নিয়ে গোয়ার টিম হোটেলে পৌঁছন হাবাস। দলের বাকি ফুটবলাররা আসেন দফায় দফায়। জাতীয় দলের খেলা থাকায় বাগান শিবিরে যোগ দিতে পারেননি সুমিত রাঠি আর দীপক টাঙরি। সাফ কাপ জিতেই এটিকে মোহনবাগানের শিবিরে যোগ দিয়েছেন গোলকিপার অমরিন্দর সিং, শুভাশিস বসু, প্রীতম কোটাল ও লিস্টন কোলাসো।
New season, new training kits and new smiles ?♥️
We are 2021-22 ready!#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball #HeroISL pic.twitter.com/0VgUnlBdxz
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 21, 2021
১৯ তারিখ শুরু আইএসএল। আর প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে হাবাসের ছেলেরা। ২৭ তারিখ আইএসএলের ডার্বি। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন।