T20 World Cup 2021: ভারত-পাক সুরেই জন্ম ওমানের
এই বিশ্বকাপেই আবার ভারত-পাক কাঁধে কাঁধ মিলিয়ে চড়ছে। অবাক লাগলেও সত্যি। যেখানে কোনও দ্বন্দ্ব নেই, কোনও যুদ্ধ নেই, নেই কোনও শত্রুতা। রয়েছে শুধুই মিত্রতা। যাঁরা একে অপরের সঙ্গী। যাঁরা একই টিমে খেলছেন অপরের পাশে।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
রবিবারের মহাযুদ্ধ ঘিরে তাতছে দুই দেশই। বাইশ গজে ভারত-পাক মুখোমুখি মানেই উত্তেজনা চরমে। দুই দেশের কূটনৈতিক দ্বন্দ্বকে ঘিরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর। তাই যখনই আইসিসির কোনও টুর্নামেন্টে দুই দেশ মিলিত হয়, তার উন্মাদনার মেজাজ চড়তে শুরু করে দেয় অনেক আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়ে গিয়েছে তরজা। দুবাইয়ের ঐতিহাসিক বুর্জ খলিফা দেখতে অনেকেই অনেক দেশ থেকে পাড়ি দেন। কিন্তু ভারত-পাক দু’দেশের সমর্থকরা দুবাই পাড়ি দিয়েছেন শুধুমাত্র বিরাট (Virat Kohli) – বাবরদের (Babar Azam) দ্বৈরথ দেখতে।
এ তো গেল ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথের কথা। কিন্তু এই বিশ্বকাপেই আবার ভারত-পাক কাঁধে কাঁধ মিলিয়ে চড়ছে। অবাক লাগলেও সত্যি। যেখানে কোনও দ্বন্দ্ব নেই, কোনও যুদ্ধ নেই, নেই কোনও শত্রুতা। রয়েছে শুধুই মিত্রতা। যাঁরা একে অপরের সঙ্গী। যাঁরা একই টিমে খেলছেন অপরের পাশে।
দেশের নাম ওমান (Oman)। বিশ্বকাপের কোয়ালিফায়ারে প্রথম ম্যাচ জিতেই তাক লাগিয়ে দেন জ্যোতিন্দর সিংরা। যদিও বাংলাদেশের কাছে দ্বিতীয় ম্যাচেই হারতে হয় তাঁদের। মজার বিষয়, এই ওমান দলের ১১ জন ক্রিকেটারের জন্মই হয় ভারতে, নয় পাকিস্তানে। শুধু ১১ জন কেন! স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটারই জন্মেছেন ভারত কিংবা পাকিস্তানে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ক্রিকেটারদের খুঁটিনাটি।
১. আকিব ইলিয়াস: জন্ম- ৫ সেপ্টেম্বর, ১৯৯২, স্থান- সিয়ালকোট (পাকিস্তান), ডান হাতি ওপেনিং ব্যাটার।
২. জ্যোতিন্দর সিং: জন্ম- ৫ মার্চ, ১৯৮৯, স্থান- লুধিয়ানা (ভারত)। বাবা গুরমেইল সিং ১৯৭৫ সালে ওমানে চলে আসেন। রয়্যাল ওমান পুলিশ ফোর্সের কাঠমিস্ত্রি ছিলেন তাঁর বাবা। ২০০৩ সালে জ্যোতিন্দরের মা তাঁর ৩ সন্তানকে নিয়ে ওমান চলে আসেন।
৩. কাশ্যপ হরিশভাই প্রজাপতি: জন্ম- ১১ অক্টোবর, ১৯৯৫, স্থান- গুজরাটের খেদা (ভারত), ডান হাতি ব্যাটার।
৪. জীশান মকসুদ: জন্ম- ২৪ অক্টোবর, ১৯৮৭, স্থান- চিচাওয়াতনি (পাকিস্তান), বাঁ-হাতি ব্যাটার।
৫. আয়ান খান: জন্ম ৩০ আগস্ট, ১৯৯২, স্থান- মধ্যপ্রদেশের ভোপাল (ভারত)। বাঁ-হাতি অলরাউন্ডার।
৬. সন্দীপ গৌড়: জন্ম- ২৯ আগস্ট, ১৯৯১, স্থান- হায়দরাবাদ ভারত), ডান হাতি অলরাউন্ডার।
৭. নাসিম খুশি: জন্ম- ১১ আগস্ট, ১৯৮২, স্থান- সিয়ালকোট (পাকিস্তান)। উইকেটকিপার।
৮. কালিমুল্লাহ: জন্ম- ২৪ ডিসেম্বর, ১৯৯০, স্থান- গুজরানওয়ালা (পাকিস্তান), বোলার।
৯. মহঃ নাদিম: জন্ম- ৪ সেপ্টেম্বর, ১৯৮২, স্থান- সিয়ালকোট (পাকিস্তান), বোলার।
১০. ফায়াজ বাট: জন্ম- ১৭ আগস্ট ১৯৯৩, স্থান- সিয়ালকোট (পাকিস্তান), বোলার।
১১. বিলাল খান- জন্ম- ১০ এপ্রিল, ১৯৮৮, স্থান- পেশোয়ার (পাকিস্তান), বাঁ-হাতি পেসার।
খোয়ার আলি, নেস্তার ধাম্বা, সুরজ কুমার, খুররম খানদেরও কারও জন্ম ভারত, কারও পাকিস্তানে। দলের কোচ দলীপ মেন্ডিস শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। ফাস্ট বোলিং কোচ আবিষ্কার সালভি ভারতের প্রাক্তন ক্রিকেটার। ভিডিও অ্যানালিস্ট পাকিস্তানের জীশান সিদ্দিকি। রবিবারের মহাযুদ্ধে যেখানে বিরাট-বাবরদের টক্করে সরগরম হয়ে উঠবে মরুশহর, সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন জ্যোতিন্দর-জীশানরা।
আরও পড়ুন: T20 World Cup 2021: স্কুইড গেম, নেটফ্লিক্সের খেলায় মেতেছেন রোহিতরা