AFC CUP 2022: যোগ্যতা অর্জন করলেই বসুন্ধরা, মেজিয়ার গ্রুপে বাগান

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 17, 2022 | 10:00 PM

একই সঙ্গে প্রকাশিত হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ রাউন্ডের ড্র। গত আইএসএলে শীর্ষে শেষ করায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মুম্বই সিটি এফসি। গ্রুপ 'বি'-তে রয়েছে দেস বাকিংহ্যামের দল। সংযুক্ত আরব আমিরশাহির আল-জাজিরা, সৌদি আরবের আল শাবাব আর ইরাকের এয়ারফোর্স ক্লাব ক্লাব রয়েছে মুম্বই সিটি এফসির গ্রুপে।

AFC CUP 2022: যোগ্যতা অর্জন করলেই বসুন্ধরা, মেজিয়ার গ্রুপে বাগান
এটিকে মোহনবাগান। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: এএফসি কাপের (AFC Cup) ড্র প্রকাশিত। প্রিলিমিনারি রাউন্ড টুয়ে নেপালের মাচিন্দ্রা এফসি আর শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ১২ এপ্রিল হবে ম্যাচ। গত আইএসএলে (ISL) রানার্স আপ হওয়ায় এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পাবে এটিকে মোহনবাগান। জিতলেই সরাসরি পৌঁছে যাবে গ্রুপ রাউন্ডে। জিতলেই গ্রুপ ‘ডি’-তে সাউথ জোনে খেলার ছাড়পত্র পাবে এটিকে মোহনবাগান। ওই গ্রুপে রয়েছে ভারতেরই অপর ক্লাব গোকুলাম কেরালা এফসি। গত আই লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি গ্রুপ রাউন্ডে গোকুলাম। এছাড়া রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মেজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। উল্লেখ্য, গত এএফসি কাপের গ্রুপ পর্বেও এই দুই ক্লাবের বিরুদ্ধেই খেলে এটিকে মোহনবাগান।

 

 

 

একই সঙ্গে প্রকাশিত হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ রাউন্ডের ড্র। গত আইএসএলে শীর্ষে শেষ করায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মুম্বই সিটি এফসি। গ্রুপ ‘বি’-তে রয়েছে দেস বাকিংহ্যামের দল। সংযুক্ত আরব আমিরশাহির আল-জাজিরা, সৌদি আরবের আল শাবাব আর ইরাকের এয়ারফোর্স ক্লাব ক্লাব রয়েছে মুম্বই সিটি এফসির গ্রুপে।

 

 

 

গত বছর এএফসি কাপের সেমিফাইনালে উঠলেও উজবেকিস্তানের আল-নাসাফের কাছে পর্যুদস্ত হয়। সেই হারের জ্বালা এখনও দগদগে সবুজ-মেরুন সমর্থকদের মনে। এ বছর নতুন উদ্যমে এএফসি কাপে ঝাঁপাতে প্রস্তুত হুয়ান ফেরান্দোর ছেলেরা।

 

আরও পড়ুন: Novak Djokovic: নতুন সমস্যার মুখে জোকার— নো ভ্যাকসিন, নো ফরাসি ওপেন

Next Article