AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2022-23: ভিসা সমস্যা মিটলেই শহরে আসবেন গ্যালেগো

মোহনবাগানের অপর বিদেশি ফেডরিকো গ্যালেগো এখনও ভিসা হাতে পাননি। শেষ কয়েকদিন ছুটি থাকায় ভিসার কাজ থমকে ছিল।

ISL 2022-23: ভিসা সমস্যা মিটলেই শহরে আসবেন গ্যালেগো
ভিসা সমস্যা মিটলেই শহরে আসবেন গ্যালেগো
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 8:00 PM
Share

কলকাতা: আপাতত কয়েক দিনের ছুটি। ৫ তারিখ থেকে অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এফসি গোয়াকে হারানোর পর প্রায় এক সপ্তাহ ফুটবলারদের অনুশীলনে ছুটি দিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো। সোমবারই ছিল কোচের জন্মদিন। কোচকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে এটিকে মোহনবাগানের অফিসিয়াল পেজ। আইএসএলের অফিসিয়াল পেজেও ফেরান্দোকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। ফেস্টিভ মুডে আছেন ফুটবলাররা। ছুটি কাটাচ্ছেন প্রীতম কোটাল, শুভাশিস বসুরা। বৃহস্পতিবার থেকে শুরু দলের অনুশীলন। ফ্লোরেন্টিন পোগবার পরিবর্ত হিসেবে সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। আজই রাতে শহরে আসার কথা সার্বিয়ান ডিফেন্ডারের। বিস্তারিত TV9Bangla-য়।

মোহনবাগানের অপর বিদেশি ফেডরিকো গ্যালেগো এখনও ভিসা হাতে পাননি। শেষ কয়েকদিন ছুটি থাকায় ভিসার কাজ থমকে ছিল। ভিসা পেলেই শহরে এসে যাবেন উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার। এর আগে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন গ্যালেগো। আইএসএলের মঞ্চ তাঁর কাছে পরিচিত। ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো চোট পেয়ে মাঝপথে ছিটকে যাওয়ায় গ্যালেগোকে ৬ মাসের জন্য সই করিয়েছে এটিকে মোহনবাগান। আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই হয়তো শহরে এসে যাবেন গ্যালেগো।

১৪ তারিখ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হোম ম্যাচ এটিকে মোহনবাগানের। হাতে এখন অনেক দিন সময় রয়েছে। তার মধ্যে দলকে গুছিয়ে নিতে চান ফেরান্দো। গ্যালেগোকে হাতে পেলে দল সাজিয়ে নিতে আরও সুবিধে হবে বাগান কোচের। ১২ ম্যাচে সবুজ-মেরুনের ঝুলিতে ২৩ পয়েন্ট। শীর্ষস্থান দখলের লড়াইয়ে এখনও টিকে আছে সবুজ-মেরুন ব্রিগেড। বাকি ৮ ম্যাচে নিজেদের উজাড় করে শিল্ড খেতাব মুঠোয় করাই লক্ষ্য বাগান শিবিরের।