AFC Cup 2021: অমরিন্দরের গলায় আত্মবিশ্বাসের সুর, কাল উজবেকিস্তানে প্রীতমরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 18, 2021 | 4:02 PM

বাগান গোলকিপার মনে করেন, এটিকে মোহনবাগান এ বারের আইএসএলের (ISL) সেরা দল। আইএসএল জেতার পাশাপাশি বাগান জার্সিতে এএফসি কাপ জিতে ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করতে মরিয়া অমরিন্দর।

AFC Cup 2021: অমরিন্দরের গলায় আত্মবিশ্বাসের সুর, কাল উজবেকিস্তানে প্রীতমরা
অমরিন্দর সিং। ছবি: টুইটার

Follow Us

দুবাই: এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মিশন উজবেকিস্তান (Mission Uzbekistan)। দরজায় কড়া নাড়ছে এএফসি কাপের (AFC Cup) ইন্টারজোনাল সেমিফাইনাল। বুধবার উজবেকিস্তানের এফসি নাসাফের (FC Nasaf) মুখোমুখি হবেন রয় কৃষ্ণারা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সমস্ত রকম হাতিয়ারই মজবুত রাখছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। অনুশীলনে বৈচিত্রও আনছেন স্প্যানিশ কোচ। একই সঙ্গে ফুটবলারদের ফিজিক্যাল ট্রেনিংয়েও বাড়তি জোর দিয়েছেন হাবাস। উজবেকিস্তানের ফুটবলারদের বিরুদ্ধে শারীরিক সক্ষমতায় পাল্লা দিতে প্রীতম (Pritam Kotal), মনবীরদের (Manvir Singh) পালা করে জিম, সাঁতার সেশন করিয়েছেন বাগান কোচ। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে উজবেকিস্তান। তাই ফিজিক্যাল ফিটনেস, স্কিল সবেতেই পাল্লা দিতে হবে সবুজ-মেরুন ফুটবলারদের। ছেলেদের মধ্যে পজিটিভ বার্তা ঢুকিয়ে দিয়েছেন কোচ হাবাসও।

বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) হয়ে এএফসি কাপের ফাইনাল খেলেছেন। এ বার সবুজ-মেরুন জার্সিতে সেই সুযোগের অনেক কাছে গোলকিপার অমরিন্দর সিং (Amrinder Singh)। বুধবার উজবেকিস্তানের এফসি নাসাফকে হারাতে পারলেই ইন্টারজোনাল ফাইনালে উঠবে এটিকে মোহনবাগান। এরপর রয়েছে এএফসি কাপের ফাইনাল। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না অমরিন্দর। এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বে যেমন পারফর্ম করেছেন, ইন্টারজোনাল সেমিফাইনালেও সেই ধারা বজায় রাখতে চান তিনি। দুবাইয়ে উন্নতমানের পরিকাঠামোয় অনুশীলন করায় দলের ধার বেড়েছে বলে মনে করেন অমরিন্দর।

মুম্বই সিটি এফসির জার্সিতে নজর কাড়ার পর এটিকে মোহনবাগানে সই করেন পঞ্জাব তনয়। বাগান রক্ষণে ম্যাকহিউদের (Carl McHugh) প্রশংসাও শোনা যায় অমরিন্দরের মুখে। বাগান গোলকিপার মনে করেন, এটিকে মোহনবাগান এ বারের আইএসএলের (ISL) সেরা দল। আইএসএল জেতার পাশাপাশি বাগান জার্সিতে এএফসি কাপ জিতে ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করতে মরিয়া অমরিন্দর।

আগামিকালই দুবাই থেকে উজবেকিস্তান (Uzbekistan) যাবেন রয় কৃষ্ণারা। উজবেকিস্তান পৌঁছেই আাগামিকাল সেখানে অনুশীলন করবে হাবাসের দল।

 

আরও পড়ুন: Premier League: রোনাল্ডো প্রাপ্তিতেও চাপ বাড়ছে সোল্কজায়েরের

Next Article