Eden Hazard: ইডেন হ্য়াজার্ডের লাথি খাওয়া বল বয় এখন ৪০০ কোটির মালিক!

Ball boy kicked by Eden Hazard: বিখ্যাত ক্রীড়াবিদরাও তাঁর ব্র্যান্ড এনডোর্স করেছেন এক সময়। তালিকায় রয়েছেন বক্সার ফ্লয়েড মেওয়েদার, কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো। হ্যাজার্ডের লাথি খাওয়া সেই বল বয় চার্লি মর্গ্যানকে নিয়ে সে সময় প্রচুর মিম তৈরি হয়েছিল। পরবর্তীতে অ্যালকোহলের ব্যবসার সুবাদে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থের পরিমানও লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

Eden Hazard: ইডেন হ্য়াজার্ডের লাথি খাওয়া বল বয় এখন ৪০০ কোটির মালিক!
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2023 | 8:30 AM

লন্ডন: ঘটনাটি মনে পড়ে? এ ভাবে বললে কারও মনে পড়ার কথাও নয়। প্রায় দশ বছর আগের ঘটনা। বেলজিয়ামের তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড তখন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। এক বল বয়কে লাথি মেরেছিলেন। যার জন্য রেফারি তাঁকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। হ্যাজার্ড যেমন আর্থিক এবং খ্যাতির দিক থেকে অনেক উপরে উঠেছেন, তেমনই সেই বল বয়ও। ইডেন হ্যাজার্ডের লাথি খাওয়া সেই বল বয় চার্লি মর্গ্যান এখন ৪০ মিলিয়ন ইউরোর মালিক! ভারতীয় মুদ্রায় ৪০০ কোটিরও বেশি। একটা ঘটনা বা দুর্ঘটনা এমন সুন্দর বাঁক নিতে পারে, কেই বা জানতো! বিস্তারিত TV9Bangla-য়।

বর্তমানের আগে ফিরে যাওয়া যাক, দশ বছর আগে। ইংলিশ ফুটবলে লিগ কাপ কারও অজানা নয়। লিগ কাপেরই দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও সোয়ানসি সিটি। ম্যাচে ২-০ এগিয়ে সোয়ানসি সিটি। প্রথম লেগেও জিতেছিল তারা। ফলে সব দিক থেকেই অ্যাডভান্টেজে। শেষ দিকে ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। এমনটাই স্বাভাবিক। এর মধ্যেই ঘটল এক কান্ড। বল গেল মাঠের বাইরে। রেফারি থ্রো-ইনের নির্দেশ দিলেন। ইডেন হ্য়াজার্ড তড়িঘড়ি থ্রো করতে চাইছিলেন। যদি কোনওভাবে ম্যাচের রং বদলে দেওয়া যায়! কিন্তু থ্রো ইনের জন্য বল কই? সেখানে যে বল বয় ছিলেন, ১৭ বছরের চার্লি মর্গ্যান বল নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুতেই বল এগিয়ে দিচ্ছেন না। অগত্যা, হ্যাজার্ডই দৌড়ে গেলেন চার্লির দিকে। তাতেও চার্লির কোনও হেলদোল নেই।

একানেই শেষ নয়। হ্যাজার্ড বল চাইতেই, চার্লি বল জড়িয়ে রাখেন। আসলে চার্লি হলেন সোয়ানসি সিটির ডিরেক্টরের ছেলে। তাঁদের টিম জিতছে। সে কারণেই যতটা সময় নষ্ট করা যায়, সেই চেষ্টাই যেন করছিলেন চার্লি। হ্যাজার্ডও মরিয়া ছিলেন দ্রুত খেলা শুরু এবং ম্যাচের রং বদলানোয়। বল বয় চার্লির সঙ্গে বল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। গোলকিপাররা যেমন বল জড়িয়ে মাঠে শুয়ে পড়েন, কার্যত একই ঢঙে চার্লিও বল জড়িয়ে শুয়ে পড়েন। হ্যাজার্ডও ছেড়ে দেওয়ার পাত্র নন। যেনতেন প্রকারেণ বল কাড়তে উদ্যত হন। মেজাজ হারিয়ে শুয়ে থাকা চার্লির পেটে লাথি মারেন হ্য়াজার্ড। ব্য়াথায় বল হাতছাড়া করেন চার্লি। সেই সুযোগে বল নিয়ে থ্রো-ইন করে খেলা শুরু করেন হ্যাজার্ড। যদিও লাভ হয়নি। রেফারি পুরো বিষয়টি নজরে রাখছিলেন। বল বয়কে লাথি মারার অপরাধে হ্য়াজার্ডকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।

RONALDINHO_MAYWEATHER

এক দশক পেরিয়ে গিয়েছে। সেই চার্লি মর্গ্যান পরবর্তীতে ব্যবসায় প্রবেশ করেন। তাঁর একটি ভদকা কোম্পানি রয়েছে। একটি বিশেষ ভদকাও মার্কেটে ছাড়েন। বোতলটি খুবই সুন্দর দেখতে। বিখ্যাত ক্রীড়াবিদরাও তাঁর ব্র্যান্ড এনডোর্স করেছেন এক সময়। তালিকায় রয়েছেন বক্সার ফ্লয়েড মেওয়েদার, কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো। হ্যাজার্ডের লাথি খাওয়া সেই বল বয় চার্লি মর্গ্যানকে নিয়ে সে সময় প্রচুর মিম তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়া ফলোয়ারও লাফিয়ে বেড়েছিল। পরবর্তীতে অ্যালকোহলের ব্যবসার সুবাদে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থের পরিমানও লাফিয়ে লাফিয়ে বেড়েছে।