মাদ্রিদ: কার্লো আন্সেলোত্তির হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি রিয়ালের সামনে। সামনে এ বার লিভারপুল (Liverpool)। আরও কঠিন চ্যালেঞ্জ। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেছিলেন, এ মরসুমই শেষ। এরপরই তিনি রিয়ালের দায়িত্ব ছাড়বেন। তবে একই সঙ্গে বলেছিলেন, ‘এরপরও যদি রিয়াল মাদ্রিদ আমাকে আরও ১০ বছর রেখে দিতে চায়, তাহলে থাকব।’ রিয়ালের দায়িত্ব ছেড়ে কোথায় যাবেন? কানাডার জাতীয় দলের দায়িত্বে কি দেখা যাবে কার্লো আন্সেলোত্তিকে? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেননি রিয়াল কোচ। ইউরোপের সেরা পাঁচটা লিগ খেতাব জয়ের নজির গড়েছেন কার্লো আন্সেলোত্তি। রিয়ালকে লা লিগা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই নজির গড়েন এই ইতালিয় ম্যানেজার। ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ। খেতাব ছাড়া আর কোনও কিছুই ভাবছেন না তিনি। কোচিং জীবনে পঞ্চম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছলেন আন্সেলোত্তি। ২০০৩, ২০০৫, ২০০৭ চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান, ২০১৪ আর ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ফাইনালে উঠলেন।
এ দিকে বুধবার রাতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেলেন করিম বেঞ্জেমা। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্যায়ে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে সিআর সেভেনের। সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন করিম বেঞ্জেমা। নক আউটে টানা ৬টি ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে রোনাল্ডোর। ফাইনালে গোল করলে সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন বেঞ্জেমা। নক আউটে রোনাল্ডোর ১০ গোলের রেকর্ডও স্পর্শ করেন ফরাসি সুপারস্টার।
এ দিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি হতে চলেছে লিভারপুল আর রিয়াল মাদ্রিদ। ১৯৮১ সালে প্রথম সাক্ষাতে রিয়ালকে ১-০ হারায় লিভারপুল। সে বারের ফাইনালও হয়েছিল প্যারিসে। ২০১৮ ফাইনালে লিভারপুলকে ৩-১ হারায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আরও একটি নজির গড়েছে রিয়াল মাদ্রিদ। প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে প্রথম পর্বে হেরেও ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। একমাত্র দল হিসেবে এই নজির।
ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে একই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ আর লিগ কাপের ফাইনালে ওঠার নজির গড়ল লিভারপুল। এই নিয়ে দশমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রেডস। ২০২১-২২ মরসুমে ৫৭ ম্যাচে এখনও পর্যন্ত ১৩৯ গোল করেছে লিভারপুল। ক্লাবের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সেরা।
আরও পড়ুন: IPL 2022: ধোনি-কোহলিদের ম্যাচের মাঝেই গ্যালারিতে অভিনব দৃশ্য