Indian Football: প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হার ভারতের

Igor Stimac: নিশ্চিতভাবেই এই জোড়া ফলে কিছুটা হলেও চাপ বাড়বে কোচ ইগর স্টিমাচের উপর।

Indian Football: প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হার ভারতের
Image Credit source: AIFF
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 9:00 PM

হো চি মিন সিটি : ভিয়েতনামে হাং থিন প্রতিযোগিতায় ১ পয়েন্ট নিয়ে ফিরছে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল ভারত। এ দিন আয়োজক ভিয়েতনামের কাছে ০-৩ হার সুনীল ছেত্রীদের। সিঙ্গাপুরের তুলনায় ভিয়েতনাম অনেক বেশি শক্তিশালী। তাদের বিরুদ্ধে প্রথমার্ধে তুলমূলক ভালো খেলেছে ভারত। বিরতিতে ০-১ পিছিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হজম। বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় দল। নিশ্চিতভাবেই এই জোড়া ফলে কিছুটা হলেও চাপ বাড়বে কোচ ইগর স্টিমাচের উপর।

ভিয়েতনাম শক্তিশালী দল। সিঙ্গাপুরের তুলনায় তো অবশ্যই। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারত। ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ শুরু ২ মিনিটের মধ্যেই কর্নার। সুনীল ছেত্রীর কর্নার অনিরুদ্ধ থাপা বক্সে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিয়েতনাম। মাত্র ১০ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। ভলিতে গোল করেন ফান ভ্যান ডিউক। ১০ মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে খেই হারায় ভারত। লাগাতার আক্রমণে বেসামাল অবস্থা ভারতীয় দলের। তবে প্রতিপক্ষকে ব্যবধানে বাড়াতে দেয়নি। রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে সমতা ফেরার চেষ্টা করে ভারত। বেশ কিছু সুযোগও তৈরি হয়। ম্যাচের মাত্র ৩৮ মিনিটেই পরিবর্তন করেন ইগর স্টিমাচ। সাহাল আব্দুল সামাদের জায়গায় রাহুল কেপিকে নামানো হয়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিয়েতনামের হয়ে ব্যবধান বাড়ান এনগুয়েন ভ্যান টোন। ৭০ মিনিটে ভিয়েতনামের পক্ষে স্কোরলাইন ৩-০ করেন এনগুয়েন ভ্য়ান কুয়েত। ম্যাচে এগিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবল চালিয়ে গিয়েছে ভিয়েতনাম। কাউন্টার অ্যাটাকে ভারতও ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ২৬ মিনিটে আকাশ মিশ্রর সৌজন্যে সুযোগও পেয়েছিল ভারত। আশিক কুরুনিয়ান তা কাজে লাগাতে পারেননি। ভারতীয় দলের কোচ প্রথম একাদশে পরিবর্তন করলেও স্কোরলাইন বদলায়নি।