BRA vs SUI Match Highlights: মহানায়ক ক্যাসেমিরো, সুইৎজারল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

| Edited By: | Updated on: Nov 28, 2022 | 11:56 PM

Brazil vs Switzerland, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ জি-এর, ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

BRA vs SUI Match Highlights: মহানায়ক ক্যাসেমিরো, সুইৎজারল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল
Image Credit source: Twitter

দোহা: ম্যাচের আগে বিষয়টা ছিল এরকম– ব্রাজিল কখনও বিশ্বকাপে সুইৎজারল্যান্ডকে হারাতে পারেনি। ফুটবলের সেরা মঞ্চে দুই দলের মুখোমুখি দেখা দু’বার। রাশিয়া বিশ্বকাপে দুটি দলের সাক্ষাতে ম্যাচ ১-১ ড্র হয়। তার আগে ১৯৫০ সালের বিশ্বকাপ খেলেছিল দুই দল। সে বারও ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। সোমবারের ম্যাচের আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বা সুইৎজারল্যান্ড কোনও দলই একে অপরের বিরুদ্ধে জয় পায়নি। স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার সেই অতীত রেকর্ড ভেঙে দিল ব্রাজিল। দোহায় আজ অতীত ইতিহাস বদলে গেল ক্যাসেমিরোর গোলে। ১-০ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোর স্থান নিশ্চিত করেছে ব্রাজিল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Nov 2022 11:51 PM (IST)

    এ বার রোনাল্ডো বনাম সুয়ারেজ

    মাঠে নামছে পর্তুগাল এবং উরুগুয়ে। রোনাল্ডো বনাম সুয়ারেজ। আরও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। ম্যাচের আপডেট পেতে চোখ রাখুন এখানে–

    রোনাল্ডো নাকি সুয়ারেজ! কিছুক্ষণ পরই নামছেন দুই তারকা

  • 28 Nov 2022 11:26 PM (IST)

    ব্রাজিলের জয়

    ১-০ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল। নেইমারকে ছাড়াই নকআউটের পথ নিশ্চিত করে ফেলল সেলেকাওরা। একইসঙ্গে দোহায় গড়া হল ইতিহাস।

  • 28 Nov 2022 11:19 PM (IST)

    নির্ধারিত সময় শেষ

    নির্ধারিত সময়ের খেলা শেষ। ৬ মিনিট অ্যাডেড টাইম।

  • 28 Nov 2022 11:14 PM (IST)

    গোওওললল...

    ম্যাচের মোড় ঘোরালেন ক্যাসেমিরো। ৮৩ মিনিটে গোল তাঁর। গোটা স্টেডিয়াম উদযাপনে ব্যস্ত। ব্রাজিল এগিয়ে ১-০।

  • 28 Nov 2022 10:56 PM (IST)

    ব্রাজিলের গোল বাতিল

    সুইৎজারল্যান্ডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়র। কিন্তু ভিএআরে গোল বাতিল হয়। খেলার ফলাফল এখনও ০-০।

  • 28 Nov 2022 10:50 PM (IST)

    গোলের দেখা নেই

    ৬০ মিনিট অতিক্রান্ত। কোনও পক্ষেই গোলের দেখা নেই। দুটি দলেই পরিবর্তন হয়েছে। ফ্রেডের পরিবর্তে মাঠে নেমেছেন ব্রুনো। সুইৎজারল্য়ান্ডের ভার্গাস, রেইডারের পরিবর্তে ফ্রার্নান্ডেজ ও স্টেফান। ব্রাজিল ০-০ সুইৎজারল্যান্ড।

  • 28 Nov 2022 10:34 PM (IST)

    দ্বিতীয়ার্ধের খেলা শুরু

    বিরতির পর খেলা শুরু। লুকাস পাকুয়েতার পরিবর্তে মাঠে নামলেন রড্রিগো।

  • 28 Nov 2022 10:22 PM (IST)

    স্টেডিয়ামে আঁধার!

    ম্যাচ চলাকালীন স্টেডিয়াম ৯৭৪-এ নামল অন্ধকার! ৪৪ মিনিটে হঠাৎ করেই বাতিস্তম্ভ নিভে যায়। যদিও তার স্থায়ীত্ব কয়েক সেকেন্ড। লক্ষ, কোটি টাকা খরচ করে বিশ্বকাপ আয়োজন করেছে কাতার।

  • 28 Nov 2022 10:19 PM (IST)

    হাফ টাইম

    হাফ টাইমের স্কোরলাইন ব্রাজিল ০-০ সুইৎজারল্যান্ড। সুইস ডিফেন্স ভেদ করতে ব্যর্থ রিচার্লিসনরা। চলতি বিশ্বকাপে পার্থক্য গড়ে দিচ্ছে দ্বিতীয়ার্ধ। বিরতির পর কী হয় সেদিকেই নজর।

  • 28 Nov 2022 10:02 PM (IST)

    ইয়ান সমারের দুরন্ত সেভ

    রাফিনহার ক্রস থেকে গোল করার সুবর্ণ সুযোগ ছিল ভিনি জুনিয়রের কাছে। প্রয়োগ ক্ষমতায় নিখুঁত হতে পারেননি। অসাধারণ সেভ সুইস গোলকিপার সমারের। ব্রাজিল ০-০ সুইৎজারল্যান্ড।

  • 28 Nov 2022 09:58 PM (IST)

    ব্রাজিল ০-০ সুইৎজারল্যান্ড

    প্রথম ২০ মিনিট অতিক্রান্ত। রিচার্লিসন, ভিনি জুনিয়ররা বিপক্ষের গোলের কাছে পৌঁছে গেলেন বেশ কয়েকবার। কিন্তু সফল হননি। ব্রাজিল কি নেইমারের অভাব বোধ করছে? প্রথম ৩০ মিনিটে গোল তুলে নেওয়ার মরিয়া চেষ্টা সেলেকাওদের।

  • 28 Nov 2022 09:42 PM (IST)

    চলছে ম্যাচ

    ম্যাচের ১০ মিনিট অতিক্রান্ত। কোনও দলের গোলরক্ষকই এখনও পরীক্ষার মধ্যে পড়েননি।

  • 28 Nov 2022 09:32 PM (IST)

    ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড: কিক অফ

    ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ১-১ ব্যবধানে শেষ হয়েছিল ম্যাচ। কাতার বিশ্বকাপে শুরু হল ব্রাজিল-সুইৎজারল্যান্ড ম্যাচ।

  • 28 Nov 2022 09:13 PM (IST)

    আমরা এসে গিয়েছি

    স্টেডিয়াম ৯৭৪-এ আগমনের জানান দিল ব্রাজিল টিম।

  • 28 Nov 2022 08:53 PM (IST)

    আজ জিতলেই শেষ ষোলো

    ব্রাজিল ও সুইৎজারল্যান্ড দুটো টিমেরই লক্ষ্য শেষ ষোলো। গ্রুপের ক্যামেরুন বনাম সার্বিয়া ম্যাচটি ড্র হওয়ায় দুটি দলের কাছেই আজকের ম্যাচ জিতে শেষ ষোলোয় ওঠার সুবর্ণ সুযোগ।

  • 28 Nov 2022 08:48 PM (IST)

    সুইৎজারল্যান্ডের লাইন আপ

    ব্রাজিলের বিরুদ্ধে সুইৎজারল্যান্ড দল---

  • 28 Nov 2022 08:46 PM (IST)

    ব্রাজিলের লাইন আপ

    চোট পাওয়া নেইমারের পরিবর্তে দলে ফ্রেড। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল দল--

Published On - Nov 28,2022 8:30 PM

Follow Us: