কারাকাস: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও একটা ম্যাচেও পয়েন্ট নষ্ট করেনি ব্রাজিল (Brazil)। হার তো দূর, ড্রও করেননি তিতের ছেলেরা। কাল ভোরে প্রাক বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা (Venezuela)। তবে বিশ্বকাপের বাছাই পর্বে নেইমারকে (Neymar) ছাড়াই দল সাজাতে হবে তিতেকে।
কার্ড সমস্যার জন্য ভেনেজুয়েলার বিরুদ্ধে নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। পেরুর বিরুদ্ধে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। তার আগেও একটি ম্যাচে হলুদ কার্ড দেখেন তিনি। জোড়া হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিরুদ্ধে নেইমারকে পাবেন না তিতে। নেইমারের পাশাপাশি কাসেমিরোকেও (Casemiro) পাবে না ব্রাজিল। কার্ড সমস্যায় নেই তিনিও।
ম্যাচের আগে ব্রাজিলের কোচ তিতে বলেন, ‘২০১৮ বিশ্বকাপে হারের পরই একটা নতুন লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। অনেক নতুন ফুটবলার উঠে এসেছে এই সময়ের মধ্যে। জার্সন, ফ্রেডের মতো ফুটবলাররা উঠে এসেছে।’ নেইমার বা কাসেমিরো না থাকলেও দলের ধার কমবে, তা মানতে নারাজ তিতে। ব্রাজিলের কোচ মনে করেন তাঁর দলে সঠিক ফুটবলার আছেন যিনি একজনের অভাব মিটিয়ে দেবেন। ভেনেজুয়েলার পর কলম্বিয়া আর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। গত মাসে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলার সময় বেশ কয়েকজন ফুটবলারকে হাতে পাননি তিতে। তাঁদের ছাড়াই দল নামিয়েছিলেন তিনি। জয় পেতে অবশ্য তাতে কোনও অসুবিধে হয়নি ব্রাজিলের। কারণ, কোভিড পরিস্থিতির জন্য ফাবিনো, জেসুসদের ছাড়তে রাজি হয়নি ইপিএলের ক্লাবগুলো। তবে এখন ব্রিটেনে কোভিডবিধি অনেকটাই শিথিল হয়েছে। তাই আলিসন বেকারদের পেতে অসুবিধে নেই তিতের।
ব্রাজিলের সম্ভাব্য এগারো: আলিসন, দানিলো, মারকুইনোস, থিয়াগো সিলভা, গুইলহেমে আরানা, ফাবিনহো, জার্সন, এভার্টন, পাকুয়েতা, জেসুস, বার্বোসা।
আরও পড়ুন : UEFA Nations League: ইতালির দৌড় থামাল স্পেন