CMR vs BRA, SRB vs SUI Live Score: নকআউটের আগে হারের স্বাদ ব্রাজিলের
CAMEROON vs BRAZIL, SERBIA vs SWITZERLAND FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ জি-র, ক্যামেরুন বনাম ব্রাজিল (CAMEROON vs BRAZIL) এবং সার্বিয়া ও সুইৎজারল্যান্ড (SERBIA vs SWITZERLAND) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
দোহা : অপরাজিত থেকে নকআউটে যাওয়া হল না ব্রাজিলের (BRAZIL)! শিবিরের প্রত্যাশা ছিল জয়ের হ্য়াটট্রিকে। এই ম্যাচকে পরীক্ষা-নিরীক্ষার জন্যও ব্যবহার করতে চেয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। সে কারণেই প্রথম একাদশে ঢালাও পরিবর্তন করেন। গ্যাব্রিয়েল জেসুস এবং ফ্রেড সহ গত ম্যাচের প্রথম একাদশে ৯টি পরিবর্তন। ব্রাজিলের কাছে এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। পরীক্ষায় ব্যর্থ ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি হল, কিন্তু গোল হল না। উল্টে হাতে গোনা সুযোগ ক্যামেরুনের এবং এমনই একটা সুযোগ থেকে ইতিহাস। ৯০+২ মিনিটে গোল করেন ক্য়ামেরুনের ১০ নম্বর জার্সির আবুবাকার। বিশ্বকাপের মঞ্চে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাল ক্যামেরুন। আফ্রিকার কোনও দেশ যা পারেনি, সেটাই করে দেখালেন আবুবাকাররা। গ্রুপ জি থেকে সার্বিয়াকে হারিয়ে নকআউটে সুইৎজারল্যান্ড। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE NEWS & UPDATES
-
এক নজরে
- নকআউটের আগে রিজার্ভ বেঞ্চ পরীক্ষায় নজর ছিল ব্রাজিল কোচের।
- গত ম্যাচের প্রথম একাদশে ৯টি পরিবর্তন।
- একঝাঁক গোলের সুযোগ নষ্ট ব্রাজিলের।
- অপরাজিত থেকে নকআউটে যাওয়া হল না। দ্বিতীয়ার্ধের অ্যাডেড টাইমে গোল আবুবাকারের।
- আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর কীর্তি ক্য়ামেরুনের।
- জিতেও গর্বের সঙ্গে বিদায় নিল ক্য়ামেরুন। জি গ্রুপ থেকে নকআউটে সুইৎজারল্যান্ড।
- হারলেও গোল পার্থক্যে শীর্ষে থেকেই নক আউটে ব্রাজিল।
- স্টেডিয়াম ৯৭৪-এ রুদ্ধশ্বাস ম্যাচে সার্বিয়াকে ৩-২ ব্য়বধানে হারিয়ে নকআউট নিশ্চিত করল সুইৎজারল্যান্ড।
-
লুসেইলে গোলের দেখা নাই
একের পর এক সুযোগ পাচ্ছে ব্রাজিল। ফিল্ড প্লেই শুধু নয়, দুটি ফ্রি-কিকও পেয়েছিল ব্রাজিল। যদিও স্কোর লাইনে কোনও ছাপ পড়েনি।
-
-
গোলের সুযোগ…
সার্বিয়ার জিভকোভিচের দূরপাল্লার শট পোস্টে লাগে। না হলে, পয়েন্ট টেবলে আপাতত পরিবর্তন হত।
-
গ্যালারির রং হলুদ…
-
মেজাজে নেইমার…
-
-
গ্যালারি মুড…
-
টিমের সঙ্গে নেইমার
ব্রাজিল দল স্টেডিয়ামে পৌঁছনোর যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে ফেডারেশনের তরফে, তাতেও দেখা যাচ্ছে, দলের সঙ্গে স্টেডিয়ামে নেইমারও।
Brasil a caminho do Lusail Stadium! Vaaaaamos! pic.twitter.com/ErgAKLA2m4
— CBF Futebol (@CBF_Futebol) December 2, 2022
সুস্থতার পথে নেইমার! শুরু করলেন ফিটনেস ট্রেনিং
-
ব্রাজিলের প্রথম একাদশ..
TV9Bangla ম্যাচ প্রিভিউতে ব্রাজিলের প্রথম একাদশের যে তালিকা দিয়েছিল, সেই একাদশই নামানো হচ্ছে। আরও একবার এই লাইভের লিঙ্কে প্রিভিউতে দেখে নিতে পারেন ম্য়াচ প্রিভিউ।
একবার দেখে নেওয়া যাক ক্য়ামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশ-
এডারসন, অ্যালেক্স তেলেস, ব্রেমার, এডের মিলিতাও, দানি আলভেস, ফ্যাবিনহো, ফ্রেড, রড্রিগো, গ্যাব্রিয়েল মার্তিনেলি, অ্যান্টনি স্য়ান্টোস এবং গ্য়াব্রিয়েল জেসুস।
Equipe definida! ??
Os 11 jogadores que iniciarão a partida entre ?? e ?? foram definidos pelo técnico Tite e sua comissão.
Classificada para as oitavas de final, a Seleção Brasileira busca garantir o primeiro lugar do Grupo G.
Vamos juntos por mais uma vitória! ? pic.twitter.com/xmPGnAFqu8
— CBF Futebol (@CBF_Futebol) December 2, 2022
-
গ্রুপ জি…
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। ব্রাজিল ভক্তদের জন্য সুখবর। না খেললেও মাঠে এসেছেন নেইমার জুনিয়র। দলকে ভরসা দিতে রয়েছেন বর্তমান প্রজন্মের অন্য়তম সেরা ফুটবলার নেইমার। ম্যাচ শুরুর আগে আরও একবার দেখে নিন প্রিভিউ।
নকআউট নিশ্চিত, কার্যত রিজার্ভ টিম নামাতে চলেছে ব্রাজিল
Published On - Dec 02,2022 11:30 PM