CFL 2023: জয়ে ফিরল মোহনবাগান, জোড়া গোল সুহেলের

Calcutta Football League: দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জোড়া গোল পরিবর্ত হিসেবে নামা এনসনের। এ বারের লিগে এটি মোহনবাগানের চতুর্থ জয়।

CFL 2023: জয়ে ফিরল মোহনবাগান, জোড়া গোল সুহেলের
Image Credit source: FACEBOOK
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 7:37 PM

এ মরসুমে ইতিমধ্যেই তাঁর নামের পাশে একটি হ্যাটট্রিক রয়েছে। অনবদ্য ছন্দে রয়েছেন সুহেল ভাট। এ দিনও জোড়া গোল করলেন সুহেল। ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান জিতল ৪-১ ব্যবধানে। তবে বাকি ম্যাচের মতো মোহনবাগানকে চাপে রাখছে রক্ষণভাগ। ক্লিন শিট ধরে রাখা যাচ্ছে না। যা কিছুটা হলেও অস্বস্তি বাড়াচ্ছে সবুজ মেরুন শিবিরে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টানা জয়ের পর গত ম্যাচে ঘরের মাঠে কালীঘাট মিলন সঙ্ঘের কাছে আটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে ঘরের মাঠে ৫ গোলের জয়ও রয়েছে। কিন্তু পাঁচ গোল দিলেও হজমও করেছে সবুজ মেরুন। সেই ম্যাচের পরও কোচ বাস্তব রায় বলেছিলেন রক্ষণ নিয়ে চিন্তার কথা। গত ম্যাচে ১-১ হওয়ায় অস্বস্তি বেড়েছিল। জয়ে ফিরলেও অস্বস্তি পুরোপুরি কাটল না গোল খাওয়ায়।

ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। দুটি গোলই সুহেল ভাটের। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জোড়া গোল পরিবর্ত হিসেবে নামা এনসনের। এ বারের লিগে এটি মোহনবাগানের চতুর্থ জয়। ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে একমাত্র গোলটি আকাশ মন্ডলের।

লিগে অন্য ম্যাচে, পাঠচক্র বনাম ডালহৌসি ক্লাবের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। পাঠচক্রের হয়ে গোলটি করেন সাহিল হরিজন। ডালহৌসি ক্লাবের হয়ে একমাত্র গোলটি শেখ এজাজ আহমেদের।