UEFA Champions League: রোনাল্ডোকে ছাড়াই জিতল জুভে, চেলসির ত্রাতা লুকাকু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 15, 2021 | 6:45 PM

৩০ সেপ্টেম্বর জুভেন্তাসের (Juventus) বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চেলসি (Chelsea)।

UEFA Champions League: রোনাল্ডোকে ছাড়াই জিতল জুভে, চেলসির ত্রাতা লুকাকু
UEFA Champions League: রোনাল্ডোকে ছাড়াই জিতল জুভে, চেলসির ত্রাতা লুকাকু

Follow Us

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই জিতল জুভেন্তাস। অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন চেলসিও জয় দিয়েই এ বারের মরসুম শুরু করল।

সুইডিশ ক্লাব মালমোকে (Malmo) তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস (Juventus)। এই মরসুম শুরু হওয়ার আগে সিআর সেভেন জুভেন্তাস ছেড়ে যোগ দিয়েছেন নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। তবে রোনাল্ডো না থাকলেও গোলের জন্য হাপিত্যেশ করতে হয়নি ম্যাসিমিলিয়ানো আলেগ্রির ছেলেদের।

জুভেন্তাসের হয়ে তিনটি গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে। ম্যাচের ২৩ মিনিটে রদ্রিগো বেন্তাকুরের পাস থেকে আলেক্স সান্দ্রো জুভের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভেন্তাসের হয়ে ব্যবধান বাড়ান পাওলো দিবালা (Paulo Dybala)। এর ঠিক পরেই প্রধমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিটে) জুভের হয়ে ব্যবধান বাড়ান আলভারো মোরাতা (Alvaro Morata)। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় ৩-০ ফলাফলে।

অন্যদিকে জেনিতের বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন চেলসিরা প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে জিতে এ বারের অভিযান শুরু করল। স্ট্যামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৯১% পাস অ্যাকিউরেসি নিয়ে খেলেছে ব্লুজরা। পাশাপাশি ৬৭ শতাংশ বল দখলে রেখেছিল তুচেলের ছেলেরা।

প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। চেলসির পক্ষ থেকে ম্যাচের ৬৯ মিনিটে একমাত্র গোলটি করেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু (Romelu Lukaku)। যার সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও গিয়েছে লুকাকুর ঝুলিতে। এইচ গ্রুপের শীর্ষস্থানে রয়েছে জুভেন্তাস। পয়েন্ট একই হলেও গোল পার্থক্যের কারণে দুই নম্বরে রয়েছে থমাস তুচেলের ছেলেরা। এর পর ৩০ সেপ্টেম্বর জুভেন্তাসের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চেলসি।

আরও পড়ুন: UEFA Champions League: মেসিহীন বার্সাকে উড়িয়ে দিলেন মুলার-লেওয়ানডস্কিরা

আরও পড়ুন: Cristiano Ronaldo: হতাশা ভুলে সামনে তাকাচ্ছেন রোনাল্ডো

আরও পড়ুন: UEFA Champions League: রোনাল্ডোর গোল সত্ত্বেও দুটো ভুলে ডুবল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Next Article