EPL 2021-22: প্রিমিয়ার লিগে নতুন করে করোনা সংক্রমিত ৯৪

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 04, 2022 | 11:42 AM

২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে ফুটবলার, সাপোর্ট স্টাফদের কোভিড টেস্ট করা হয়। তাতে ৯৪ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। অর্থাত্‍ ০.৬৫ শতাংশ কোভিড পজিটিভ (Covid Positive)। আগের সপ্তাহে ১৫,১৮৬ জনের কোভিড পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০৩ জন পজিটিভ হয়।

EPL 2021-22: প্রিমিয়ার লিগে নতুন করে করোনা সংক্রমিত ৯৪
প্রিমিয়ার লিগে করোনা। ছবি: টুইটার

Follow Us

লন্ডন: প্রিমিয়ার লিগে (English Premier League) হু হু করে ছড়াচ্ছে করোনা। শেষ এক সপ্তাহে ৯৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ফুটবলার, সাপোর্ট স্টাফ, আয়োজকদের মিলিয়ে মোট ১৪,২৫০ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।

২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে ফুটবলার, সাপোর্ট স্টাফদের কোভিড টেস্ট করা হয়। তাতে ৯৪ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। অর্থাত্‍ ০.৬৫ শতাংশ কোভিড পজিটিভ (Covid Positive)। আগের সপ্তাহে ১৫,১৮৬ জনের কোভিড পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০৩ জন পজিটিভ হয়।

 

গত মাসে করোনার থাবায় ১৮টা ম্যাচ পিছিয়ে যায়। একাধিক ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফরা করোনা সংক্রমিত হওয়ায় পিছিয়ে যায় ম্যাচ। কয়েকদিন আগেই চেলসির বিরুদ্ধে লিভারপুলের (Liverpool) হয়ে খেলতে পারেননি আলিসন বেকার, রবার্তো ফিরমিনোরা। কোচ জুর্গেন ক্লপও করোনা সংক্রমিতের সংস্পর্শে এসেছিলেন। যে হারে করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে, তাতে প্রিমিয়ার লিগ ঘিরে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। এখনও দর্শকভর্তি গ্যালারিতেই প্রিমিয়ার লিগের খেলা হচ্ছে। সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকলে দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজনের কথাও ভাবতে শুরু করবে এফএ (FA)।

 

আরও পড়ুন: Asian Games: এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে নীলনকশা সাজাচ্ছেন মনপ্রীতরা

Next Article