Cristiano Ronaldo: গোলের আলো জ্বালিয়ে মানবিক রোনাল্ডো

ফুটবলার রোনাল্ডো যদি আলোচনায় থাকেন, তা হলে মাঠের বাইরের সিআর সেভেনও কম চর্চায় নেই।

Cristiano Ronaldo: গোলের আলো জ্বালিয়ে মানবিক রোনাল্ডো
গোলের আলো জ্বালিয়ে মানবিক রোনাল্ডো (সৌজন্যে-প্রিমিয়ার লিগ টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2021 | 5:43 PM

লন্ডন: গত আটদিনে খেলেছেন তিনটে ম্যাচ। চারটে গোল তাঁর নামের পাশে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যেন ছত্রিশেও অপ্রতিরোধ্য। ওয়েস্ট হ্যামের (West Ham) বিরুদ্ধে ইপিএলের (EPL) বাইরের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) জিতল ২-১। ঘরের মাঠে ৩০ মিনিটে বেনরামার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৬ মিনিটের মধ্যে টিমকে ম্যাচে ফেরান সিআর সেভেন। ৮৯ মিনিটে লিনগার্ডের গোলে জয় পায় ওলে সোল্কজায়েরের টিম। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে সুইস ক্লাব ইয়ং বয়েজের বিরুদ্ধে হারার পর সোল্কজায়েরকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচকে আপাতত কিছুটা রেহাই দিলেন রোনাল্ডো।

শুধু গোল করা নয়, অভিনব এক রেকর্ডও করে ফেললেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন জ্লাটন ইব্রাহিমোভিচ বিশ্বের ৬৪টা স্টেডিয়ামে গোল করার অভিনব রেকর্ড করেছেন। বর্ণময় কেরিয়ারে ইব্রা যে কোনও ক্লাবের হয়ে দারুণ সফল। তার পর যদি কাউকে খুঁজতে হয়, রোনাল্ডো ছাড়া আর কাউকে পাওয়া যাবে না। ইব্রার রেকর্ড ভেঙে দিলেন তিনি। পর্তুগালের স্ট্রাইকার বিশ্বের ৬৬টা স্টেডিয়ামে গোল করার রেকর্ড করে ফেললেন। ওল্ড ট্র্যাফোর্ডে পা দেওয়ার পর থেকেই দারুণ ফর্মে।

ফুটবলার রোনাল্ডো যদি আলোচনায় থাকেন, তা হলে মাঠের বাইরের সিআর সেভেনও কম চর্চায় নেই। কয়েক দিন আগেই এক অপ্রত্যাশিত ঘটনায় মাথায় প্রবল চোট পেয়েছেন ইংল্যান্ডের ফুটবলার ড্যানি হজসন (Danny Hodgson)। যিনি খেলেন ইসিইউ জুনডালাপের বিরুদ্ধে। তিনি আপাতত ভর্তি পার্থের এক হাসপাতালে। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য কোমায় চলে গিয়েছেন তিনি। সেই ড্যানিকে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন রোনাল্ডো।

রোনাল্ডো অসুস্থ ফুটবলারের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ড্যানি, তোমার গল্প শুনলাম সদ্য। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে। তুমি সুস্থ হলেই ম্যাঞ্চেস্টারে আমাদের একটা ম্যাচ দেখতে এসো।’

মানবিক রোনাল্ডোর পাশাপাশি ফুটবলার রোনাল্ডোর এখন লক্ষ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সাফল্য দেওয়া। দীর্ঘদিন ট্রফি জেতেনি ক্লাব। সোল্কজায়ের গতবার ইপিএলে রানার্স করেছেন। কিন্তু এ বার নরওয়ের কোচের লক্ষ্য টিমকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। তাঁর সেই লক্ষ্যপূরণ করতে পারেন রোনাল্ডো। সিআর সেভেনের দুরন্ত ফর্ম তাই স্বস্তিই দিচ্ছে কোচ, সমর্থকদের।

আরও পড়ুন: English Premier League: গোল পেলেন রোনাল্ডো, জয় ম্যান ইউয়ের