রিয়াধ: আড়াই বছরে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তি। সৌদি আরবের ক্লাব আল নাসের এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বর্তমান ক্লাব। বান্ধবী, সন্তানদের নিয়ে বিলাসবহুল প্রাইভেট জেটে করে রিয়াধে গিয়েছেন। আপাতত রোনাল্ডো ও তাঁর পরিবার থাকবে সৌদি আরবে। অথচ যে দেশে থাকবেন সেখানকার নামই ভুলে গেলেন সিআর সেভেন। সৌদিতে (Saudi Arabia) পা দিয়ে নিজের খুশি ব্যক্ত করতে চেয়েছিলেন। সমালোচকদের জবাব দিতে গিয়েছিলেন। অথচ হল উল্টোটা। সৌদি আরব বলতে গিয়ে বলে ফেললেন সাউথ আফ্রিকা! কথার তোড়ে নিজের এই ‘ছোট্ট ভুল’ বুঝতেও পারেননি। কিন্তু নেটিজেনদের চোখ থুড়ি কানকে ফাঁকি দেওয়া দুঃসাধ্য। মুখ ফসকে ‘সাউথ আফ্রিকা’ (South Africa) বলতেই সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা। নানা জনের নানা মন্তব্য। প্রেস কনফারেন্সের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে আন্তর্জালে। তুলে ধরল TV9 Bangla।
আল নাসেরে রোনাল্ডোর আগমন হয়েছে রাজার মতো। মঙ্গলবার ভোরে রিয়াধে পা রাখার পর সন্ধ্যেবেলায় আল নাসেরের ফুটবলার হিসেবে রোনাল্ডোর পরিচয় পর্ব রেখেছিল ক্লাবটি। কয়েক হাজার অনুরাগীর ভিড়, সংবাদমাধ্যমের তৎপরতা, আতসবাজি ও আলোর রোশনাইয়ে রোনাল্ডো বরণ করে নেয় সৌদি আরবের অত্যন্ত ধনী ক্লাবটি। আল নাসেরের জার্সি পরে ফটোসেশন, দর্শকদের দিকে সই করা বল ছুঁড়ে দিতে দেখা যায় তাঁকে। তার আগে ছিল সাংবাদিক বৈঠক। ছাই রঙা স্যুটে রোনাল্ডোকে বরাবরের মতোই আত্মবিশ্বাসী দেখিয়েছে। সমালোচকদের জবাব দিতে গিয়ে বলেন, “ফুটবলের বিবর্তন ঘটছে। তাই আমার কাছে ‘দক্ষিণ আফ্রিকা’য় আসাটা কেরিয়ারের শেষ নয়। নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকাল লোকে কী বলে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই।” বোঝাই যাচ্ছে, শেষের কথাগুলির মতোই মুখ ফসকে বলে ফেলা ভুল, কতটা হইচই ফেলেছে তা নিয়ে মোটেও চিন্তিত নন সিআর সেভেন। ভিডিয়ো ক্লিপ শেয়ারের বহর দেখে বোঝা যাচ্ছে, নেটিজেনরা বেশ মজা পেয়েছেন।
Saudi Arabia really just paid Cristiano Ronaldo $200m to say he’s excited to play in ‘South Africa’ ?? pic.twitter.com/wGegzyphE5
— JAKE BUCKLEY ?? (@TheMasterBucks) January 3, 2023
বহু মানুষের অনুপ্রেরণা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানেন তাঁর অনুরাগীদের মুখে হাসি ফোটাতে। মঙ্গলবার রাতে আল নাসেরের সমর্থকরা (যাঁরা এখন রোনাল্ডোর ফ্যান) আরবি ভাষায় সিআর সেভেনের নামের ধ্বনি দিতে থাকেন। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ভেবেছিলেন, ট্রেডমার্ক সিউউউউ’শোনা যাবে। কিন্তু রোনাল্ডো যা করলেন তা প্রত্যাশার বেশি। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাতে গিয়ে আরবি ভাষায় বললেন, Ana alamy। যার অর্থ ‘I’m global’। শুনেই উদ্বেল হয়ে ওঠে মরসুল পার্ক। সৌদি আরবকে, সাউথ আফ্রিকা বলার ভুল মাপ হয়ে গিয়েছে সেখানেই।