Diego Maradona: রেকর্ড অর্থে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 05, 2022 | 10:31 AM

যে জার্সি পরে ওই ঐতিহাসিক গোল করেছিলেন ফুটবল রাজপুত্র সেটিই এ বার নিলামে (auction) বিক্রি হল রেকর্ড অর্থে।

Diego Maradona: রেকর্ড অর্থে বিক্রি হল মারাদোনার হ্যান্ড অব গড জার্সি
Diego Maradona: রেকর্ড অর্থে বিক্রি হল মারাদোনার 'হ্যান্ড অব গড' জার্সি
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: মনে করা হয়েছিল এই বিশেষ জার্সি, রেকর্ড দাম পাবে। আর হলও তাই। কথা হচ্ছে ফুটবল রাজপুত্রের বিশেষ স্মরণীয় ‘হ্যান্ড অব গড’ জার্সি নিয়ে। নিলামে উঠেছিল ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার বিখ্যাত সেই জার্সি। ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের (World Cup) কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা (Argentina) বনাম ইংল্যান্ডের (England) ম্যাচে এক কীর্তি গড়েছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। তাঁর দু’খানা বিশেষ গোলের সুবাদে ২-১ গোলে সেই ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের দুটি গোল পরিচিত ‘হ্যান্ড অব গড’ (hand of God) ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ (goal of the century) নামে। সেবার দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। যে জার্সি পরে ওই ঐতিহাসিক গোল করেছিলেন ফুটবল রাজপুত্র সেটিই এ বার নিলামে (auction) বিক্রি হল রেকর্ড অর্থে। ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্য বিক্রি হল মারাদোনার বিখ্যাত জার্সি। ভারতীয় মুদ্রায় যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্যে। প্রায় ৬৮ কোটি টাকায় বিক্রি হয়েছে ফুটবল রাজপুত্রের ‘হ্যান্ড অব গড’ জার্সি।

ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজ ১৯৮৬ সালের ম্যাচের পর মারাদোনার সঙ্গে নিজের জার্সিটি বদল করেন। এর আগে হজ জার্সিটি নিলামে তুলতে চাননি। এবং এটি ত ২০ বছর ধরে মারাদোনার জার্সিটি ম্যাঞ্চেস্টারে জাতীয় ফুটবল মিউজিয়ামে ছিল। কিন্তু ৬ এপ্রিল, সোথেবিসের তরফে ঘোষণা করা হয় ওই জার্সিটির নিলাম হবে। ২০ এপ্রিল থেকে অনলাইনে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার ওই বিশেষ জার্সির নিলাম হয়েছে। ৪ মে পর্যন্ত ওই জার্সিটির নিলাম চলেছে।

সোথেবিসের স্ট্রিটওয়্যার এবং আধুনিক সংগ্রহযোগ্য সামগ্রীর প্রধান ব্রহ্ম ওয়াচটার বলেন, “এই ঐতিহাসিক জার্সিটি শুধুমাত্র খেলাধুলার ইতিহাসে নয়, বিশ শতকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহুর্তের একটি স্পষ্ট স্মারক৷” তিনি আরও বলেন, “আমরা নিলাম হওয়ার কথা ঘোষণা করার কয়েক সপ্তাহের মধ্যে, ক্রীড়া অনুরাগী এবং সংগ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। জার্সিটির প্রদর্শনীর সময় সকলেই উত্তেজিত ছিল।”

Next Article