AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football: জাভিই নন, গুয়ার্দিওলাও আবেদন করেছিলেন! ফেডারেশন যা জানাল…

Indian Football News: মার্কোয়েজ বিদায়ের পরই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আর তাতেই কিছু আবেদন চমকে দিয়েছিল। স্প্যানিশ কিংবদন্তি নাকি ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছেন!

Indian Football: জাভিই নন, গুয়ার্দিওলাও আবেদন করেছিলেন! ফেডারেশন যা জানাল...
Image Credit: AIFF
| Edited By: | Updated on: Jul 26, 2025 | 5:41 PM
Share

ভারতীয় দলের কোচ পদ থেকে ছেঁটে ফেলা হয়েছিল মানোলো মার্কোয়েজকে। যদিও বলা হয়েছিল, পদত্যাগ করেছেন। আসলে গোল্ডেন হ্যান্ডেশেক। যাই হোক না কেন, ইগর স্টিমাতের পর মার্কোয়েজও ভারতীয় ফুটবল দলে এক বিন্দুও উন্নতি করতে পারেননি। উল্টে একের এক হতাশার রেকর্ড। মার্কোয়েজ বিদায়ের পরই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আর তাতেই কিছু আবেদন চমকে দিয়েছিল। স্প্যানিশ কিংবদন্তি নাকি ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছেন! এমন খবরও প্রকাশ্যে আসে। শুধু জাভি নন, আরও একটা নামও সামনে আনল ফেডারেশন।

ভারতীয় ফুটবল দলে হেড কোচের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এরপরই নানা জল্পনা শুরু হয়। কারা আবেদন করেছেন, কে কোচ হতে পারেন, এই নিয়ে বিস্তর আলোচনা। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০ জন আবেদন করেছেন। তার মধ্যে থেকে ১০ জনের ইন্টারভিউ নেওয়ার পর ৩ জনকে শর্টলিস্ট করেছে টেকনিক্যাল কমিটি। কার্যকরী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তা হলে কি আবেদনকারীদের তালিকায় সত্যিই জাভি ছিলেন? ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, জাভি হার্নান্ডেজ, পেপ গুয়ার্দিওয়ালার মতো কোচও আবেদন করেন! যদিও সেই আবেদনের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে ফেডারেশন। এমনকি ইমেলে পাঠানো সেই আবেদনও সঠিক নয়। জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পুরোটাই যে স্রেফ মজা করে কেউ জাভি এবং পেপ গুয়ার্দিওলার নামে পাঠিয়েছেন, এমনটাই অনুমান করা হচ্ছে।