সাও পাওলো: পেলের (Pele) আসলে হয়েছে কী? ৮০ বছরের কিংবদন্তি ফুটবলার কি ক্যান্সারে ভুগছেন? তা নিয়ে এখনও নানা গুঞ্জন চললেও কিছুটা পরিষ্কার হল। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল পেলেকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, কেমোথেরাপি চলবে ব্রাজিলিয়ান কিংবদন্তির।
ফেসবুকে পেলে লিখেছেন, ‘বাড়ি ফিরতে খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাতে চাই হাসপাতালের চিকিৎসকদের। ওরা আমাকে খুব যত্নে রেখেছিল। ধন্যবাদ জানাতে চাই আমার ভক্তদের, যারা বারবার মেসেজ করে আমার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছে।’
খেলোয়াড়ি জীবন হোক আর খেলার পরবর্তী জীবন, পেলে বরাবরই উপভোগ করেছেন। আরও একবার তাই তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ‘যখন রাস্তা খুব কঠিন হয়, তখন কিন্তু প্রতিটা মোড় পার করার পর সেলিব্রেট করতে হয়। নিজের খুশি, তৃপ্তির উপরেই বেশি ফোকাস করতে হয়। এটা ঘটনা যে, আমি আগের মতো আর দৌড়ঝাঁপ করতে পারি না। কিন্তু আগের থেকে অনেক বেশি স্বচ্ছন্দ নিয়ে আমি হাওয়ায় ঘুষি চালিয়েছি।
মলাশয়ে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চিকিৎসকরা পরীক্ষার পর আর দেরি করেননি। ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তার পর থেকে কিছুটা শারীরিক অবনতি হয় তাঁর। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ফুটবলমহল। ধীরে ধীরে আশঙ্কা কাটিয়ে আইসিইউ থেকে বেরিয়ে এসেছিলেন পেলে। এখন হাসপাতাল থেকে ছুটি মিলল তাঁর। পেলের ক্যান্সার হয়েছে কিনা, হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও কেমোথেরাপি যে চলবে আপাতত, তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।
লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে পেলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। তা নিয়ে গত সপ্তাহেই প্রতিক্রিয়া দিয়েছিলেন কিংবদন্তি পেলে। অভিনন্দনও জানিয়েছিলেন মেসিকে। তবে, বুধবার পেলে বলেছেন, ‘জীবন যখন চ্যালেঞ্জ জানায়, হাসিমুখে সেটা সামলাতে সুবিধা হয়।’
শারীরিক অবস্থা যাই হোক না কেন, ভুবন ভোলানো হাসি দিয়েই নিজের শরীরের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন পেলে। যেমন লড়াই করতেন ফুটবলার জীবনে, প্রতিপক্ষ টিমের বিরুদ্ধে।
আরও পড়ুন: Pele Health: হাসপাতালে তাস খেলছেন পেলে
আরও পড়ুন: Pele Health: ‘প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি’, জানালেন পেলে