AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup 2025: ডুরান্ডের সূচি প্রকাশ, কবে নামছে তিন প্রধান, কোথায় দেখবেন; রইল বিস্তারিত

Durand Cup 2025 Fixture: ডুরান্ড অভিযানেই মিনি ডার্বি খেলবে মোহনবাগান। ওই গ্রুপেই আছে বাংলার আর একটি দল ডায়মন্ডহারবার এফসি। কলকাতা ছাড়াও এবার ডুরান্ড অনুষ্ঠিত হবে জামশেদপুর, কোকরাঝাড়, শিলং আর ইম্ফলে। ১৬ অগস্ট থেকে শুরু নক আউট। ফাইনাল ২৩ অগস্ট।

Durand Cup 2025: ডুরান্ডের সূচি প্রকাশ, কবে নামছে তিন প্রধান, কোথায় দেখবেন; রইল বিস্তারিত
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 1:44 PM
Share

বেশ কিছু বিষয় নিয়ে টানাপোড়েন ছিল। তা মিটল। প্রকাশিত হল ঐতিহ্যশালী ডুরান্ড কাপের সূচি। ২৩ জুলাই থেকে শুরু সেনার টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। এবারের ডুরান্ডে গ্রুপ পর্বে আর ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি হচ্ছে না। তবে একই গ্রুপে পড়েছে মোহনবাগান আর মহমেডান। ডুরান্ড অভিযানেই মিনি ডার্বি খেলবে মোহনবাগান। ওই গ্রুপেই আছে বাংলার আর একটি দল ডায়মন্ডহারবার এফসি। কলকাতা ছাড়াও এবার ডুরান্ড অনুষ্ঠিত হবে জামশেদপুর, কোকরাঝাড়, শিলং আর ইম্ফলে। ১৬ অগস্ট থেকে শুরু নক আউট। ফাইনাল ২৩ অগস্ট।

ডুরান্ডের ম্যাচগুলি হবে বিভিন্ন টাইমে। বিকেল ৪টে, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে ম্যাচ। গত বারের মতোই ডুরান্ডের ম্যাচগুলি দেখা যাবে সোনি স্পোর্টসে। এক নজরে দেখে নেওয়া যাক তিন প্রধানের গ্রুপ পর্বের সূচি।

ইস্টবেঙ্গলের ম্যাচ:

  • ২৩ জুলাই প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি, যুবভারতী ক্রীড়াঙ্গন
  • ৬ অগস্ট প্রতিপক্ষ নামধারী এফসি, কিশোরভারতী স্টেডিয়াম
  • ১০ অগস্ট প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনা, যুবভারতী ক্রীড়াঙ্গন

মোহনবাগানের ম্যাচ:

  • ৩১ জুলাই প্রতিপক্ষ মহমেডান, কিশোরভারতী স্টেডিয়াম
  • ৪ অগস্ট প্রতিপক্ষ বিএসএফ, যুবভারতী ক্রীড়াঙ্গন
  • ৯ অগস্ট প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি, কিশোরভারতী স্টেডিয়াম

মহমেডানের ম্যাচ:

  • ২৮ জুলাই, প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি, কিশোরভারতী স্টেডিয়াম
  • ৩১ জুলাই, প্রতিপক্ষ মোহনবাগান, কিশোরভারতী স্টেডিয়াম
  • ৭ অগস্ট, প্রতিপক্ষ বিএসএফ, যুবভারতী ক্রীড়াঙ্গন