কলকাতা : প্রস্তুতির পর্ব আপাতত শেষ। এবার মাঠে নেমে পারফরম্যান্সের পালা। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপ (Durand Cup 2022) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। নতুন প্রতিযোগিতা। প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি হুয়ান ফেরান্দোর দল। বিশেষ প্রস্তুতি সারতেই ম্যাচের আগে তিনদিন ক্লোজড-ডোর অনুশীলনের সিদ্ধান্ত নেয় তারা। ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের পাশাপাশি সেট পিসে বেশি জোর দিয়েছে এটিকে মোহনবাগান। পরিকল্পনা প্রস্তুত। মাঠে নেমে তার বাস্তবায়ন কতটা হবে, নজর সেদিকেই। প্রথম ম্যাচে সবুজ মেরুন শিবিরে আকর্ষণের কেন্দ্রে পোগবা। বিশ্বজয়ী ফরাসি ফুটবলার পল পোগবার দাদা। তাঁকে সই করিয়ে বড় রকমের চমক দিয়েছিল এটিকে মোহনবাগান। ফরাসি লিগে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আমেরিকার মেজর লিগ সকারেও খেলেছেন ফ্লোরেন্টিন পোগবা (Florentine Pogba)। ভারতীয় ফুটবলে কতটা মানিয়ে নিতে পারেন, নজর থাকবে সেদিকে।
প্রতিযোগিতার প্রথম ম্যাচ বরাবরই বাড়তি গুরুত্ব রাখে। যে কোনও প্রতিযোগিতাই হোক না কেন। এটিকো মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর মুখেও সে কথাই। ডুরান্ড কাপ অভিযান শুরুর আগে ফেরান্দো বলছেন, ‘প্রাচীন এবং ঐতিহ্যের প্রতিযোগিতা ডুরান্ড কাপ। আমরা প্রথম ম্যাচ খেলতে নামছি। রাজস্থান ইউনাইটেড আই লিগের ক্লাব। ওদের বেশ কিছু ম্যাচ দেখেছি। খুবই ভালো দল। প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়। সে কারণেই আমাদের কাছে বাড়তি গুরুত্ব রয়েছে এই ম্যাচের।’ গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলতে হবে। এটিকে মোহনবাগান কঠিন গ্রুপে পড়েছে বলেই মনে করছেন কোচ হুয়ান ফেরান্দো। তাঁর লক্ষ্য, ‘পরের পর্বে যেতে সাত-আট পয়েন্ট লাগবেই। লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে চারটি ম্যাচই জেতা। লিগে সবসময় ম্যাচ ধরে এগতে হয়। সেভাবেই এগনোর প্রস্তুতি নিচ্ছি। এখনই ডার্বি নিয়ে ভাবছি না আমরা।’
প্রস্তুতি ভালো হলেও ম্যাচ খেলার সুযোগ এসেও না খেলতে পারা কিছুটা হতাশার সবুজ মেরুন কোচের কাছে। চেন্নাইয়িনের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল এটিকে মোহনবাগানের। বৃষ্টিতে ভেস্তে যায় সেই ম্যাচ। এবারের দল নিয়ে বাড়তি আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান কোচ। ডুরান্ড কাপ ফেরান্দোর কাছে বাড়তি আবেগের। বলছেন, ‘গত বার ডুরান্ড কাপ জিতেছিলাম অন্য দলের কোচ হিসেবে। এবার সবুজ মেরুনের কোচ হিসেবে জিততে চাই।’ নতুন মরসুমের জন্য অধিনায়কও ঘোষণা করল এটিকে মোহনবাগান। একজন নয়। ঘুরিয়ে ফিরিয়ে চার জন নেতৃত্ব দেবেন এটিকে মোহনবাগানকে। তাঁরা হলেন-জনি কাউকো, ফ্লোরেন্টিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু।