গোয়া: ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইএসএল (ISL)। সপ্তাহ দুয়েক আগেই ৩৩ জনের দল ঘোষণা এসসি ইস্টবেঙ্গলের (East Bengal)। দেশি-বিদেশি, অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে এবারের দল তৈরি। টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস জেতা অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) যেমন আছেন তেমনই আছেন জাতীয় দলের ডিফেন্ডার আদিল খান। আছেন মহম্মদ রফিক, হীরা মণ্ডলের মত বঙ্গ সন্তান। লাল হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz) বলছেন, “দলে ব্যালেন্স আছে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল আছে। দলে অমন ফুটবলারও আছে যাঁরা টুর্নামেন্টের শুরু থেকে খেলছে। বিদেশি ফুটবলাররা সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। আমার বিশ্বাস এই দলের গভীরতা আছে। দিন দুয়েক আগেই নতুন মরসুমের জার্সি প্রকাশ করেছে দল। ফিরে এসেছে ইস্টবেঙ্গলের চিরাচরিত জার্সি। এবার দল ঘোষণা। দলে আছেন ৭ জন স্ট্রাইকার, ১২ জন মিডফিল্ডার, ১১ জন ডিফেন্ডার এবং ৩ জন গোলকিপার। একবার চোখ রাখা যাক লাল হলুদের ৩৩ জনের দলের দিকে।
স্ট্রাইকার : বলবন্ত সিং, খংকোশিয়েম হাওকিপ, নওরেম মহেশ, সিদ্ধার্থ শিরোদকার, ড্যানিয়েল চিমা চুকু, শুভ ঘোষ, অ্যান্টোনিও পেরিসেভিচ।
— SC East Bengal (@sc_eastbengal) November 8, 2021
মিডফিল্ডার : জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অমরজিৎ সিং খাইমায়, মহম্মদ রফিক, লোকেন মিতেই, লালরিনলিনা হামতে, বিকাশ জাইরু, আমির দেরভিসেভিচ, ড্যারেল সিডুল, রোমিও ফার্নান্ডেজ,সংপু সিংসিট
— SC East Bengal (@sc_eastbengal) November 8, 2021
ডিফেন্ডার : ড্যানিয়েল গোমেজ, জয়নার লরেন্সো, রাজু গায়েকওয়াড়, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, আদিল খান, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো পর্চে, সেরিনো ফার্নান্ডেজ, আকাশদীপ সিং
গোলকিপার : অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন
— SC East Bengal (@sc_eastbengal) November 8, 2021
২১ নভেম্বব জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। ২৭ তারিখ দ্বিতীয় ম্যাচেই ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান (Mohun Bagan)।
আরও পড়ুন : Estadio Santiago Bernabeu Stadium: রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌর ভোলবদল