East Bengal: ডুরান্ডে দৌড়চ্ছে ইস্টবেঙ্গল, বড় জয়েও চিন্তা একটাই…
Durand Cup 2025: গ্রুপ পর্বে যে দুটো দলের বিরুদ্ধে বড় জয় এসেছে, তাদেরকে সেই অর্থে শক্তিশালী বলা যায় না। গ্রুপে একমাত্র কঠিন প্রতিপক্ষ ছিল নামধারি এফসি। তাদের বিরুদ্ধে চাপে পড়েছিল লাল-হলুদ।

ডুরান্ড কাপের গ্রুপ পর্বে তিনে তিন। পাঁচ গোলে জয় দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। গত ম্যাচে মাত্র ১ গোলে জয়। এ দিন কিশোর ভারতী স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার ফুটবল টিমের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। প্রথম দু-ম্যাচ জয়ের পরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু গত ম্যাচে নামধারি এফসির বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল। শেষ অবধি নতুন বিদেশি এহদাদের একমাত্র গোলে জিতেছিল। তবে গ্রুপের শেষ ম্যাচে বড় জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। চিন্তা তারপরও থাকছে কি? হ্যাঁ, বলা যেতেই পারে।
গ্রুপ পর্বে যে দুটো দলের বিরুদ্ধে বড় জয় এসেছে, তাদেরকে সেই অর্থে শক্তিশালী বলা যায় না। গ্রুপে একমাত্র কঠিন প্রতিপক্ষ ছিল নামধারি এফসি। তাদের বিরুদ্ধে চাপে পড়েছিল লাল-হলুদ। নকআউট পর্বের আগে এই বিষয়টা চিন্তায় রাখবেই। অগুণতি গোলের সুযোগ তৈরি করছে ইস্টবেঙ্গল। নিঃন্দেহে এটি ভালো দিক। কিন্তু সেই সুযোগের কতটা স্কোরশিটে জমা হচ্ছে সেটাও চিন্তার বিষয়।
এ দিন ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ৬-১’এর বিশাল ব্যবধানে জিতেছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে গোল নষ্টের প্রদর্শনীর মাঝে দুটো গোল করে লাল-হলুদ। এক গোল হজমও করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি ইস্টবেঙ্গলের দাপট। চার গোল হয়েছে দ্বিতীয়ার্ধেই।
ম্যাচের ৭ মিনিটে এহদাদের গোলে লিড নিয়েছিল ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন বিপীন সিং। কিন্তু ৩৭ মিনিটে বায়ুসেনার হয়ে এক গোল শোধ করেন অমন। ৬৪ মিনিটে দুর্দান্ত হেডারে গোল আনওয়ার আলির। পরিবর্ত হিসেবে নামা রাশিদও গোল করেন। স্কোরশিটে নাম লেখান সাউল ক্রেসপো, ডেভিডও।
