ISL 2024-25: ১১ জানুয়ারির ডার্বি ঘিরে জটিলতা, মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 27, 2024 | 8:00 PM

ISL Derby: আবারও ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ডার্বি হওয়া নিয়ে আশঙ্কার মেঘ।

ISL 2024-25: ১১ জানুয়ারির ডার্বি ঘিরে জটিলতা, মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের
ISL 2024-25: ১১ জানুয়ারির ডার্বি ঘিরে জটিলতা, মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের

Follow Us

কলকাতা: আবারও ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) বড় ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। ১১ জানুয়ারি আইএসএলের (ISL) ফিরতি ডার্বি (Derby)। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ডার্বি হওয়া নিয়ে আশঙ্কার মেঘ। এ বারের ডার্বির আয়োজক মোহনবাগান। ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না বিধাননগর পুলিশ কমিশনারেট। আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট।

গঙ্গাসাগর সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবারে বাড়তি নজর দিচ্ছে প্রশাসন। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বাড়তি নজরদারির কথা জানান। ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। বাবুঘাট ট্রানজিট পয়েন্ট হওয়ায় সেখানেও বাড়তি নজরদারি থাকবে।

এই খবরটিও পড়ুন

অতিরিক্ত পুলিশ চাওয়ায় ১১ তারিখ যুবভারতীতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তা আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ডার্বির ভবিষ্যৎ কী? দুটো সম্ভাবনা উঠে আসছে। প্রথমত ডার্বির দিন পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে আইএসএলের ফিরতি ডার্বি। দ্বিতীয়ত যুবভারতী থেকে সরে ১১ তারিখ অন্যত্র হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি। এই বড় ম্যাচের আয়োজক মোহনবাগান। ডার্বি কলকাতা থেকে সরলে গেট সেলে ধাক্কা খেতে পারে সবুজ-মেরুন। সেক্ষেত্রে দিন পরিবর্তন করার পথেই হয়তো হাঁটবে মোহনবাগান। এফএসডিএলের সঙ্গে কথা বলেই ডার্বির চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হতে পারে।

Next Article
Mohun Bagan: শুরুতে গোল হজম, তিন গোলে প্রত্যাবর্তন; জয় দিয়েই বছর শেষ মোহনবাগানের
ISL 2024-25: চোট-কার্ডে নেই বিদেশি তারকা, ‘দুর্লভ’ হ্যাটট্রিকই টার্গেট ইস্টবেঙ্গলের